আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২২ জানুয়ারী, ২০১১

শপথ

বিদ্রোহ যার তুঙ্গে থাকে
সাফল্য তার মুষ্ঠাঘাত।
রক্ততারি বজ্র সম
স্ফুলিঙ্গে হয় কুপোকাত।
অঙ্গে মোদের শক্তি বাঁধা
শপথ নিয়ে সামনে চল।
বিচূর্ন কর দুর্নীতি সব
পিষ্ট করে পদতল।
বিপদ মোদের নিত্য সঙ্গী
করবোনারে কোন ভয়।
করব আদায় মোদের দাবি
যতক্ষন না আদায় হয়।

শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

সাধনা

জটিল কাজে জঘন্য ভাব, সরলতায় মিথ্যাচার।
পুন্য কাজে পাপের হাছিল, সত্য শেখায় অত্যাচার।
মধ্যপন্থী ভুক্তভোগী, ভাগ্য দোষে অবিরাম।
জলকে পানি স্থলকে ডাঙ্গা, এটুক বলেই ধরাধাম।
পাপিষ্ট আজ পথ খুঁজছে, বসন্ত যার অস্তাচল।
দ্বাদশ গেল সুপ্ত ধাচে, অবাক শুনে গুপ্ত ছল।
সবাক যখন সরল ভাবুক, নিত্য শুনে প্রবঞ্চন।
স্বপ্ন ধারক দু:খে হাসে, কাঙ্গালীনির অনশন।
রক্ত গেল পাপের তলে, অশ্রু পেল গঙ্গাজল।
দুর্বিষহ যন্ত্রনা আজ, খাচ্ছে কুঁড়ে দ্বাদশ ফল।

বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

বিষাদী মন

আয়েশের এই পূথিবী, যদিরে পায়েশ হত
ক্ষুধাতুর লাখ জনতা, তারে আজ পিশে খেত।
যদিরে হত রুটি, ধরতো পুটি এই জনতা
তারে আজ ভেজে খেত, রুটির সাথে খুব সাধুতা।
তবে কি ডঙ্কা লেগে সব জনতা মন্দা আভায়?
নাকিরে মন্দ ভাগ্যে পতিত সব, তাও ভাবায়।
এটাতো ক্ষুধার জ্বালা, থাকার জ্বালাও অন্যতম
ক'জনইবা পাচ্ছে দেখ, বাসস্থানের জায়গা সম।
স্বামীকে বলছে কতই, স্বামী যে বয়রা পাজি
সে যে সব শুনেও আবার না শুনার ভান করছে রোজই।
তবে কি তালাক দিবে, এই স্বামীকে এই গূহিনী
নাকি সে আস্তাখুড়েঁ থাকবে পড়ে আজীবনই।
এতসব সমস্যাতেও ভাবছে যখন দারুন আশা
তখনও হোচঁট খেয়ে, হারাচ্ছে তার মুখের ভাষা।
চিরতার মতই এবার এই পূথিবী তাহার কাছে
হঠাৎই গেল চলে, সবকে ফেলে নিজের ধাচে।

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

অভিমত

রাজনীতিদের রচনা
করল আবার ঘোষনা,
নামটি তাহার ইশতেহার
চুক্তি নয় তা চটকদার।

ফর্দা আছে এই নোটে
ভাগ্য বাধা কাম ভোটে,
যোগ্য যদি নাই বা পাও
শেষ ভরসা না ভোট দাও।

কু-কর্ম আর কুত্তাচার
লিপ্ত যে সব জানোয়ার,
জেনে শুনে তাদের আর
যায় না দেয়া শাসন ভার।

অযোগ্যদের চাইনা আর
চাই না কোন দখলদার,
ভূমিদস্যু, সন্ত্রাসবাজ
না-ভোটই তার প্রাপ্য আজ।