আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

লোভ-লালসা

আমার কাছে মধু আছে, আয় জনতা দলেদলে
লেপটে দেবো হাতের তালুই, সাধ মিটাবি সর্বকালে।
এমন মধু এই দুনিয়ায় আর পাবিনা কারো কাছে
সাধের বাটি রাখতে চাইলে ঘুরতে হবে আমার পিছে।

আমার যাদু এমন যাদু টিপ মারাতেই মধু পড়ে
আয় জনতা, আমজনতা, কামজনতা, আমার ঘরে।
সুবাস পাবি মধুর সাথে মিষ্টি তারা সর্বেসর্বা
আগে এলে আগে পাবি আয়রে সকল তরুন যুবা।

আয় যাযাবর গেয়ো মজুর লাইনে দাড়া একে একে
মতামতের ধার ধারিনা,একটু শুধু দেখরে চেখে।
আয় জমিদার লুটেরা সব হাত দুখানা করে খালি
তোদেরকেও বিলিয়ে দেবো মধুর বাটি হালি হালি।

কুটুম হবি আমার বাড়ি, আমি হলাম জাতের নারী
যখন তখন আমার কাছে, মধু পাবি হাড়ি হাড়ি।
মধু খেয়ে যাওয়ার পথে আমায় দিবি একটু ছোঁয়া
তাতেই আমার সাত জনমের অকুল পাথার হবে পাওয়া।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

পরিনতি

কিইবা আছে আমার কাছে দেশ জনতার রুদ্ধ শ্বাসে
অতিষ্ঠ প্রায় আমজনতা রোষানলের দু-কুল ঘেষে।
মূল্যবান এই কোটি প্রাণের অমূল্য সব চিন্তাধারা
কিইবা এখন করার আছে না হয় যদি শুদ্ধ তারা।
আমজনতা আমেই আছে মরার মত বেঁচে থেকে
লেংড়া কিংবা গোপাল ভোগও বিষের জলে যাচ্ছে পেকে।

লেংটি পড়ে সাগর পাড়ি কতদিন আর চলতে পারে
খুলে গেলেই লাজের হিসাব চুকে যাবে সাগর পাড়ে।
জোয়ার ভাটা থাকা ভাল, তাই বলে কি বন্যা এসে
প্রতিবারই কেড়ে নেবে সহায়-পাতি হেসে হেসে।
এই করে আর ক দিন বলো টিকা যাবে জগৎ মাঝে
হাল ধরেছে বেহায় নাবিক, তার হাতে কি এসব সাজে।
নিয়ম নীতির ধার ধারেনা, শুধুই বাজে ইচ্চা তাহার
দমের ডগায় চেপে বসে নিচ্ছেরে প্রাণ আমজনতার।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

সাক্ষাৎ

আমার প্রানের দাবি মিটাতে আজ আবার এলে ফিরে
আমি থাকবো হেথায় সারা জীবন তোমার পথের নীড়ে।
তুমি আসছো ফিরে, আমার মাঝে, তাতেই আমার সুখ
আমি বয়ে নেবো তোমার পথের সকল ক্লান্তি----দুখ।

এবার বলো কেমন আছো, অনেক দিনের পর
আর যেওনা আমায় ছেড়ে, আমায় করে পড়।
আমি আছি তোমার দোয়ায় অনেক অনেক ভালো
আমার মনে আছো হয়ে জোনাক জোনাক আলো।
সাঝেঁর আলোয় তোমার জন্য রাখছি ফুলের মউ
লক্ষ্মী হয়ে সাঝেঁর মায়ায় সেজো কুসুম বউ।