আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

বিবর্ন চিন্তা

প্রবেশ পত্র পেয়েছ,
হুম, পেয়েছি,
রোল নাম্বারটা বলো,
না, রোল নাম্বার নিতে হবে না।
আরে দেও দেও, অত ভয় কিসের,
পাশ ফেল দুনিয়ারই খেলা,
সবাই সব কিছুতে পাশও করে না,
আবার সবাই সব কিছুতে ফেলও করে না।
এই যে দাড় কাক প্রতিদিন সকালে গলা ছেড়ে ডাকে,
তাই বলে কি সে শিল্পী হয়ে যাবে।
রোল নাম্বারটা দেও,
আমার মানি ব্যাগ নাই তো কি হয়েছে,
পকেটতো সব গুলোই আছে,
একটাতে গুজে রেখে দিব।
পাশ ফেল যাই করো, তাতে কি,
মনের শান্তি,
তুমি নেই তো কি হয়েছে,
তোমার রোল নাম্বারটা তো আমার কাছে আছে।
এতেও কি তুমি সুখ খুঁজে পাও না?
কি বিবর্ন চিন্তা তোমার!

১৭.০৯.২০১৪

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

একলা সময়

আমি যারে বাসলাম ভাল আপন আপন করে,
তারে কেন দুঃখ দিলাম কি এমন দরকারে।
অামি, না পারিলাম বুঝতে তারে তুচ্ছে দিলাম গালি,
তবু, কেন অামায় মান্য করে কিসের আশায় র’লি।

এখন অামি চাইছি তোকে শূন্যে দিলি পারি,
এমন কি তোর তাড়া ছিল যেতেই হলো ছাড়ি।
যাবিই যদি এত দ্রুত মায়ার লাগাম ছেড়ে,
তবে, কেন এত ভালবাসলি, কি এমন দরকারে।

অামার বিছনা-পাতি স্যাতস্যাতে অাজ চোখের জলে রোজ,
টেবিল-চেয়ার শ্যাওলা হলো, বন্ধ রঙ্গিন ভোজ।
এত কিছুর পরও কি তুই আসবি না অার ফিরে,
আমার চিন্তা-চেতন সব কিছুই যে হচ্ছে তোকে ঘিরে।

১৪.০৯.২০১৪