আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২

হাপিত্যেশ


আলোর মাঝে আধার আমি তোমার চলার পথে
নাই বা যদি ভাল লাগে থেকো না মোর সাথে।
চাঁদের আলোয় ঘেরা তোমার ভাবি জীবন তাই
গুটিয়ে নিলাম নিজের চাওয়া তোমার ভালোর লাই।
সুখে থোকো ময়না পাখি ঐ সে দুরের গায়
ক্ষমা যদি না দেও আমায় থাকবো যন্ত্রনায়।
অনেক দিনের সাধ ছিল মোর দেখবো নয়ন ভরে
সেটাকেও দিলাম ‍ছুটি তোমার সুখের তরে।
জানিনা আর কতটা দিন ভাবের হবে মিল
কতটা আর দু:খ পেলে রংটা হবে নীল।

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

যখন

যখন,
দখিণা পবনে মন
খুঁজে ফিরে তোমার সন,

তখন,
শ্রাবন গগন মেঘ
ডেকে বলে এইতো শোন।

তোর কারনে মেঘ হয়েছে,
রিমঝিম ঝিম সুর তুলেছি,
তোর সুখেরই জন্যে আমি
বৃষ্টি রূপে তাল তুলেছি।

যখন,
ফুল বাগানে গিয়ে মন,
ভ্রমর সেঁজে করে পন।
তখন,
ফুল এলিয়ে বলে শোন
তোর জন্যইতো গড়ছি বন।

যখন,
নদীর তীরে ছুটে যাই
নদী বলে শোনরে ভাই
আঁকাবাঁকা আমার পথ,
তোর প্রিয়ার তুলনা নাই।

বলে,
যৌবন আমার রঙ্গে রসে
পূর্ন থাকে আষার মাসে,
মরা খালেও ভাসি আমি,
চৈত্র মাসে পূর্ন ঘাসে।

যখন,
পাখির কাছে গিয়ে বলি,
পাখিরে মোর মনের কলি,
গা না একটা গান।

তখন,
পাখি বলে অ-বড় ভাই,
তোমায় একটা কথা শুধাই,
গান শুনিতে চাইলে তুমি
শোন গিয়ে প্রেমের শানাই।