আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

এক রাতের কান্না

একটা রাতের কান্না যদি আমায় ছুয়ে যেত,
তবে হাজার রাতের স্বপ্ন শুধুই তোমার আমার হতো।
আমার চতুর্পাশে গাছের সাড়ি পাতার কান্না শুনে,
আমি হারিয়ে যাই আমার অতীত তিক্ত আবর্তনে।
শুধু বাহির দেখেই বুঝি না ঐ গাছের দু:খ কি,
তার মনের বেদন রাত-বিরাতে বলতে শুনেছি।
তাই বুঝেছি তার মনের দু:খ নিজের বেদন ভারে,
আমি গাছের মতই অবলা এই দুনিয়ার সংসারে।

৬ অক্টোবর ২০১৫

রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

আবেদন

ঐ দুরেতে আযান আসে আয় নামাজে যাই,
দুহাত তুলে খোদার কাছে সবাই ক্ষমা চাই।
মধুর সুরে ডাকছে মুয়াজ্জিন
প্রান কেরে নেয় প্রান কেরে নেয় অহে অ-মুমিন।
এমন মধুর সুর পাবে না প্রান গেলে উড়ে
হাতে যেটুক সময় আছে কাজে লাগাও তারে।
ও মুমিন ভাই ও মুমিন ভাই, মুর্দা হওয়ার আগে
প্রানের সদকা যাও দিয়ে যাও খোদার অনুরাগে।
দুহাত তুলে ডাকো তারে ওহে দয়াময়
এই অধমের তুমি ছাড়া আর যে কেহ নয়।
তোমার তরে সপে দিলাম পাপ পুন্য প্রান
সঠিক যেন থাকে আমার মনেরই ঈমান।
প্রমান করার সাধ্য আমার এই জগতে নাই
মালাকুলের আগেই হবে ঈমানের যাচাই।
দোয়া করো সবাই সবার আপন আপন ভেবে
একটা হাতের দোয়া কবুল এই ধরাতেই হবে।

১লা অক্টোবর ২০১৫