আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

বসন্ত জাগ্রত দ্বারে

বসন্ত আমার শয়নে আমাকে জাগায়
কোকিলের মায়া তান ভেসে যায় অজানায়।
সুরে সুরে জাগে প্রান উড়ে চুল বাতাসে
কিশোরীর কাঁচা গায় দোল দেয় আবেশে।
গাদা ফুল চুলে দোল খেয়ে যায় সারা দিন
তারপর---
তারপর খাওয়া-দাওয়া, চটপটি, ঝালমুড়ি
সিঙ্গারা, টকদই, চকলেট, মায়াবড়ি
হা হা হা হা কি খাওয়ালে সারাক্ষন
বসন্ত জেগে থাক এ ধরায় আজীবন।
দিন শেষে মিযা ভাই গাদা ফুল একগাদা
বাড়ি এনে দেখে তার বউ সেজে আছে রাধা।
কি কপাল মিয়া ভাইর, দেখ দেখ কান্ড
সারা দিন কিশোরীতে,
মজে ছিল বেহায়াতে,
রাতে আবার বউ তার হয়ে গেল ভান্ড।
হা হা হা হা কি খারাপ মিয়া ভাই
বসন্ত এলে তার ভালবাসা বেড়ে যায়।