আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ৯ জুলাই, ২০১১

চাঁদ-ইয়াকুব

পূর্নিমার চাঁদ ধরার ইচ্ছা সাধ্য আমার নাই
কেমন করে পাবো নাগাল ভেবে না কুল পাই
যে চাঁদ আমায় নিকট থেকে
ইশারাতে শুধু ডাকে
সে চাঁদ আমি কেমন করে বুকে দেব ঠাই
আমার কুলের অন্ত নাই
আমার বাড়ির অন্ত নাই
আমার ঘরের খবর নাই
আমার কিছু বলতে নাই।

আমিযে ঐ চাঁদকে ডাকি চাঁদকি তাহা বুঝে
ঘর ছাড়িয়া যে পথ নিলাম সে পথ চাঁদের খোজে
ফোঁকলা দাঁতে যখন হাসে
তার সাথে এই হৃদয় ভাসে
এই ভাসাতে আমি ভাসি শূন্যে উঠবো তাই
আমার দিল-দড়িয়া নাই
আমার মনের মানুষ নাই
আমার চাঁদের বুড়ি নাই
আমার কিছু বলতে নাই।

পাশাপাশি চাঁদ আর আমি অনেক দিনের ভাব
ফেল-ফেলিয়ে তাকাই ভাবি কি আর হবে লাভ
একাকিত্বে ভালবাসা
বন্দী হলো মনের আশা
ছিন্ন পাতার রূপ ধরে তাই আকাশে বেড়াই
আমার কুলের অন্ত নাই
আমার দিল-দরিয়া নাই
আমার ঘরের খবর নাই
আমার মনের মানুষ নাই।

বুধবার, ৬ জুলাই, ২০১১

আত্মসমালোচনা-২

কেউ আমাকে বোকা বলে কেউ বা বলে বেয়াকুব
কেউ বা আবার আলতো করে বলে আমি চালাক খুব।
কেউ আমাকে ইর্ষা করে ছেচড়া বলে গালি দেয়
কেউ বা আবার পাগল বলে হাসতে হাসতে চলে যায়।
কেউ আমাকে ফাজিল বলে মাথার উপর চড় মারে
কেউ বা আবার মিষ্টি করে দুষ্ট বলে মনকাড়ে।
পোংটা বলে, চিমকা বলে, সরল বলে কতকজন
আমিযে কে, কিই বা চাওয়া, জানে শুধু আমার মন।
সত্য আমি, মুক্ত আমি, দৃঢ় আমার মনোবল
চাইনা আমি আমার মাঝে জেকে বসুক খারাপ ছল।
এই জীবনের লীলা খেলা থাকবে নাকো আজীবন
আর কত কাল থাকবো মেতে এই খেলাতে বলরে মন।
যারা আমায় ভালবাসে, তারাই তো ভাই খারাপ কয়
আমার খারাপ যে না বুঝে সে তো আমার বন্ধু নয়।
আমি পাপী, চরম পাপী, পাপটা আমার অহংকার
পাপের বোঝা মাথায় নিয়েই কাটছে জীবন চমৎকার।
মন্দ গালি মন্দ হয়েই থাকবে ধরায় অবিকল
থাকবো না তো আমিরে ভাই তাকবে আমার কর্মফল।

রবিবার, ৩ জুলাই, ২০১১

উপলব্ধি-২

যদি বলি নস্টালজিয়া, তবে হবে ভুল
যদি বলি সত্য তবে হারাবো সব কূল।
সামনে আমার যে পথ আছে বালুর আস্তরন
হাঁটতে গেলে হোচট খেয়ে হচ্ছি অচেতন।
কল্পনা যা দেখছি আমি কল্প লোকে ভেসে
চেয়ে দেখ অধরাতেই থাকবে অবশেষে।

এ দেশ আমার গর্ব করে বলছি বারেবার
এই দেশেতে জন্মে আমি করছি অহংকার।
রূপ লাবন্যে ভরা এ দেশ ভারী চমৎকার
রূপের গুনে মজে আমি করছি নমস্কার।

ভন্ডামিতে ভরা এদেশ চোরের অভাব নাই
তবু আমি অহংকারের ঝান্ডা বয়ে যাই।
বিচার বুদ্ধি যেটুক তাহা ঠুটু জগন্নাথ
নিজের কাজে নির্বিচারে মারছি পরের জাত।
হুকুম আমায় না পায় ছুতে আমার হুকুমদারি
কে আমাকে ঠেকাবে ভাই এদেশ আমার বাড়ি।

বুকের কাপড় ঘুড়ির লেজের রূপ নিয়েছে আজ
কেন জানি এখন তারা থাকতে চায়না ভাজঁ।
নিচের কাপড় বালির সাথে সন্ধি পেতে তাই
হরেক রকম চিত্র এঁকে যাচ্চে অযথাই।

হকার আছে, ভিক্ষুক আছে পথের মোরে মোরে
টিকে থাকার যুদ্ধে তারা পায়ের সাথে ঘুরে।
তারাও নয় খুব ভাল লোক কিছু মানুষ ছাড়া
স্বার্থের আশায় তারাও ভাই অন্যকে দেয় তাড়া।

সত্য আমি সঠিক পথে চলবো আজীবন
বুকের উপর হাত রাখিয়া এই করিলাম পণ।
এমন মানুষ এই জগতে খুঁজে পাওয়া ভাড়
ওয়াদা কেউ করলেও ভাই পন্ডু হবে তার।

মুখে মুখে আমরা শালা রাজা মন্ত্রী হই
কাজের বেলায় আর ফুটেনা মিষ্টি কথার খই।
এই দেশেতে আইন-কানুনের হাত পা অনেক বেশি
তাইতো আমরা সোনার দেশে সোনার বাংলাদেশি।