আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

অনাবিল ভালবাসা

ভালবেসে ভালবাসি ভাললাগা অফুরান
ভালবাসা তিলে তিলে বেধে ফেলে দুটি প্রান।
মায়া জাগে হিয়া মাঝে ছায়া ঢাকা কায়মন
আদরে আদরে বাড়ে ভালবাসা ক্ষনে ক্ষন।
শত শত আশা মনে ভিড় করে বলে তাই
দু'জনে চেয়েছি যেন বেঁচে থাকি শুদ্ধতায়।

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩

আজ বসন্তকে উৎসর্গ করলাম আন্দোলনের নামে।

আমি কতটা অপরাধী জানিনা, কতটা ভাল মানুষ তাও বলতে পারি না।
বলার আকাঙ্খা থাকলেও চাহিদার দৌড়ে পিছিয়ে পড়ি।
তাই বলে অপরাধের কাঠগড়ায় ফাগুনের আগুল জ্বালাবো না, তা হতে পারে না।
আমি আজ বসন্তকে বিসর্জন দিলাম,
আর ফাগুনের আগুনকে উৎসর্গ করলাম আমাদের আন্দোলনের নামে।
যে আন্দোলন আজ জাতির বিবেক হয়ে দাড়িয়েছে সহশ্র প্রাণে।
যে আন্দোলন স্তব্ধ করে দিয়েছে তিন মিনিটের জন্য।
যে আন্দোলন আমার মায়ের জন্য,
যে আন্দোলন আমার বোনের জন্য।
যে আন্দোলন ত্রিশ লাখ শহীদের আত্মার শান্তির জন্য।
সেই আন্দোলনই আমার জীবনের শ্রেষ্ঠ বসন্ত।