আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

বসন্ত বৃষ্টি

আমার মিষ্টি তিনটি প্রেম,
তিন দিকে রয়,
দিন কিবা রাত কি বলো,
হুটহাট দুষ্টুমি হয়।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


এই ঋতু ভালবাসা দেয়,
টান বাড়ে দু’জনে দু’জন,
আদরে আদর বাড়ে ঠোট কিবা গালে,
ঘর ছেড়ে সেই নির্জন।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


আমার এই তিনখানা প্রেম,
ছুড়ে দেয় তিন আবদার,
আমি নিশ্চুপ, নিশ্চিত চোখে,
ভাব ধরি যেন দেনাদার।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।


অনিয়ম জানি এটা লাজ,
বেহায়ার নিম শিরমনি,
ভুলে যাই ভাবে মজে তাও,
ডাক শুনে বাবু, সোনামনি।
বৃষ্টিতে আরো বাড়ে ভাব,
যার যার ষোলআনা চাই,
বসন্তে শার্ট ভেজা বৃষ্টির জল,
নিয়ে নেয় তারা পুরোটাই।
                            ১৭-২-২০১৪