আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ৩১ মার্চ, ২০১২

আধুনিক বাটপার

যুক্তিটা যায় না, তবু যেন একবার
দাড়ায়েছে আনকোরা এ যুগের বাটপার।
ঘুরে ফিরে রাজপথ, টকশোতে দিন পার
ছায়াতলে থেকে থেকে হয়ে গেছে বাটপার।

বুলি যেন বুলি নয়, যেন রস গোল্লা
জয় করে জনতার দিল, মন, কল্লা।
এরা সব চাটুকার, স্বীকৃত বাটপার
মরা লাশ জেতা করে, কি আজব কারবার।

কোট-টাই পরে দেখি, সারা দিন ঘুরে তারা
মনে হয় ভদ্দর, আসলেতো আনকোরা।
এরা সব শয়তান, মানুষেতে মিশে তাই
যারে তারে ভাদা করে, মন করে ছিনতাই।

নর-নারী এই কাজে মিলে মিশে একাকার
ভাল না খারাপ সেটা দেখে শুনে বুঝা ভার। 
এরা সব বাটপার, আসলেই বাটপার
চোখ কান খোলা রেখে থাক সব হুশিয়ার।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

ঠুনকো সাহস

চুরি করে বিয়ে করা মস্ত বড় পাপ
যারা এমন করে তারা পায় না কভু মাফ।
বিয়ে সাধী করা ভাল সর্ব জনে কয়
কতকজনে বিয়ে ছাড়াই জীবন করে জয়।
আবেগ দিয়ে বিবেকটারে চেপে করে খুন
প্রেম লীলা যে বড় লীলা ইহাই তাহার গুন।
প্রেম পিরীতি জানিনা কি, কেমন তাহার রুপ
শুধু জানি মনের মাজে জ্বলে তাজা ধূপ।
কবে আমি করবো বিয়া পাত্রী পাওয়াই দায়
রাস্তা ঘাটে প্রচুর আছে, ঘরে নিবার নাই।

ধান্ধা আমার চুরি করার, কেমনে হবে তা
সাহসে যে হাটু কাপে, দাওয়াই দিয়ে যা।
মেয়েরাতো লক্ষি অতি, ছাড়তে চায় না ঘর
এই কথাটির পক্ষে যারা তাদের দিবো চড় ।