আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

মিথ্যেরাজা

গনতান্ত্রিক এই দেশেতে রাজনীতি না ফাজনীতি?
অবিরাম চলছে দেখো দেশ ধোলাইয়ের সাজনীতি।
যোগসাজশি আমলারা আজ আমন্ত্রিত অতিথি
আরশোলারা ঘরে বসেই উড়ার মারে দিনপ্রতি।
যষ্টি মধু মুখে নিয়ে যাত্রাভঙ্গ করছে আজ
অযথার্থ যিশু সেজে আজকে তারাই যুবরাজ।
বনাল তারা বনিবনা হবে না আর কোন দিন
ল্যাং মেরে তার ঠ্যাং ভেঙ্গে আজ বানিয়ে দেব অর্থহীন।
রাজ পথে নামবো মোরা রাজ্যসভা আমাদের
হটাও তাদের বনাল যারা বিড়াল মারে সমাজের।

হটাও-১

আলবদর আর রাজাকার
ভেঙ্গে ফেল তাদের ঘাড়,
ভ্রান্ত তাদের চিন্ত্ ধারায়
অমঙ্গল এই দেশ মাতার।

ভন্ড এই সব কুত্তাশালা
দাড়ি মুচে ধর্মওয়ালা,
বেদির আসন পেতে তারা
করছে দেশে অবিচার।

হুজুগে ভাব সুযোগ বাদী
কুযোগে আজ বিত্তআদি,
অদ্যপান্তে পদদলে
বিচার কর সব বেটার।

হটাও

আমার দেশের ধণ পরীদ্বয়,
খাচ্ছে কুঁড়ে দেশ জাতিময়।
তাদের কথায় আমরা আজি,
যাত্রা পালার পুতুল সাজি।
সারাটা ক্ষণ নেচে খেলে,
ভাগ্যে মোদের শূণ্য ঝুলে।
এই পরীদ্বয় এই দেশেতে,
থাকলে পরে দেশ-দেশান্তে,
আমরা হব কাল গ্রহ আর
কুল লক্ষীর ভীন জানোয়ার।
পরী দিয়ে হবে কি আজ,
মোদের আছে বিমান জাহাজ।
পরীর ডানা ভেঙ্গে মোরা,
আনব আবার সুখের ধারা।
আনব মোরা জিনের জাতি,
পূণ্য করতে দেশের খ্যাতি।
পরীর ডানায় ভেসে ভেসে,
ভাসছে স্বদেশ আকাশ ঘেষে।
সেখান থেকে দেশ পাতালে,
আনতে হবে পরী দলে।

শূন্যতা

লামো
কেন তুমি স্বপ্নে আসো, স্বপ্নে ভাসাও দুই নয়ন
আমার যে আর কাটছে না দিন, সইছে না এই প্রানোমন।
হাজার চিন্তা মাথায় আসে, ঘুরে ফিরে সারাক্ষন
এদের মাঝেও হঠাৎ করে ভাসে তোমার দুই নয়ন।
তৃপ্তি হীনা হূদয় আমার, শূন্যে খাঁ খাঁ করছে বুক
লাখো লোকের দাড়ে গিয়েও পাইনি খুঁজে তোমার মুখ।
সকাল কাটে সংগীতে আর দিনটা কাটে অফিসে
রাতটা আমার কাটে শুধু তোমায় ভেবে আফসোসে।

সোনার ছেলে

এই যে তারা দাঁড়িযে আছে আমজনতার কাতারে,
বন্ধু সবার শত্রু নহে সবার থেকে উপরে।
এই তো সেদিন এইখানেতে বৃদ্ধা কজন নারীরে,
হাত ধরিয়া পার করেছে ছেলের মত আদরে।
মনটা আমার ভরে গেল আনন্দে আর উচ্ছলে,
এই না হলে সোনার এ দেশ বলতো কি আর সকলে।
ক'দিন পরে এই ছেলেদের চরিত্র যে কি হল ,
রাস্তা ঘাটে নারীর বুকে হাত ঠেলিয়া ধরছিল।
কেউ বা আবার বুকের কাপড় আলতো করে টানছিল,
কেউ বা আবার জড়িয়ে ধরে বউয়ের আদর করছিল।
এই না হলে সোনার এ দেশ সোনায় ভরা চতুরপাশ,
সোনার সাথেও এই ছেলেদের নিয়মিত বসবাস।

সভ্যতার অসভ্যতা

বাংলা নারীর বাংলা বেশ
এখন শুধুই স্মৃতির লেশ।
চুল কাটিয়া করছে বাল
শুনতে বড়ই বে-মাতাল।
পোশাকটা আজ বড়ই সর্ট
নিজকে ভাবে দারুন হট।
কালো ধলো সব নারী
পার্কে করে কারবারি।
রিক্সা থেকে রেল স্টেশন
সব জাগাতেই হট ফ্যাশন।
থাকলে স্বামী বিদেশে
তিনিই রাজা এই দেশে।
ঠ্যাংযের উপর পা তুলে
নাটাই চালে মন খুলে।
পাশের বাড়ির হুক্কা ভাই
আপাতত সেই জামাই।
তাকে দিয়েই করছে সব
স্বামী শুধু টাকার রব।

অদক্ষতা

 সোনার দেশে সোনাই আছে ১৬ কোটির উপরে,
যত্রতত্র মুতের পানি, পথিক চলে নাক ধরে।
এত সোনা এই দেশেতে পয়দা হইল কার লাগি,
দেশ দরদী কাজের বেলায় বেজার মুখে যায় ভাগি।
রাত-বিরাতে এই সোনারাই সটান হয়ে খায় মাগি,
দিনের বেলায় জাংগি পড়ে দশের কাজে যায় লাগি।
এই সোনারা বড়ই পটু, অনায়াসেই ফাকঁ চিনে,
সুযোগ পেলেই যায় ছুটে যায়, যখন তখন সব খানে।
এমন করেই এই দেশেতে এত সোনার পয়দা লাভ,
সোনার এ দেশ নামেই র'ল, মুতে ভাসলো দেশের ভাব।

মুক্তব্লগ

মুক্তব্লগ, মুক্তমন, মুক্ত চিন্তার এ বাধঁন
মুক্তআশা, মুক্তভাষা, মুক্ত স্বাধীন হোক সাধন।
মুক্তআখি, মুক্তপাখি, মুক্ত সকল নদ-নদী,
মুক্ততুমি, মুক্তআমি, মুক্তনীড়ে ঘর বাধী।
মুক্তআকাশ, মুক্তবাতাস, মুক্তনদীর মোহনা,
মুক্তআলো, মুক্তছায়া, মুক্ততোমার আঙ্গিনা।
মুক্তগোলাপ, মুক্তপ্রলাপ, মুক্তসকল সভ্যতা,
মুক্তআকাঁ, মুক্তলেখা, মুক্তসাড়া কবিতা।

Thikana: মুক্তি চাই

Thikana: মুক্তি চাই: "আমার ধ্যানে ছাই মারিল আমার নয়া বউ, নতুন বলে মাফ করেছি, কুত্তা ডাকল ঘেউ। দরজা খুলে বাইরে দেখি কালো সাড়া দেশ, প্রবল হাওয়ায় দেখলাম আলো, উড়ল বউ..."

মুক্তি চাই

আমার ধ্যানে ছাই মারিল আমার নয়া বউ,
নতুন বলে মাফ করেছি, কুত্তা ডাকল ঘেউ।
দরজা খুলে বাইরে দেখি কালো সাড়া দেশ,
প্রবল হাওয়ায় দেখলাম আলো, উড়ল বউরের কেশ।
চতুর্দিকে চোখ ঘুরালাম, চোর পালালো কই,
বউ বলিল, ধ্যান ভেঙ্গেছি চল এবার শুই।
আহারে! কি মজার ধ্যানে পড়েছিলাম নিজে,
বিয়ে করে হইল জালা এখন করি কি যে।
মেয়ে তো নয়, যেন সে এক নতুন লোহার খাঁচা,
দয়া করে বিপদ থেকে কেউ আমারে বাঁচা।
নতুন বউরের রুদ্ধ শাসন, স্তব্ধ আমার বাক,
আরো জানে কত কি যে, আর বলবো না থাক।
বউতো আমার, সব বলিতে লজ্জা আমার হয়,
অনেক কিছুই ছেড়ে দিলাম, মাইরের আছে ভয়।
দোয়া করবেন, অতি দ্রুত তালাক দিমু তারে,
আগের মত স্বাধীন ভাবে রাত কাটামু ঘরে।