আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

এ কথাই শেষ কথা


যায় দিন যায়, শত বেদনায়
ভাবি বসে একা একা তারই কথা নিরালায়
গত হলো শত আশা অবিরত বিভাজন
গেলো গেলো সবই গেলো নিয়ে গেলো আমাজন

জমে গেছে দেহ মন
করেনা করেনা কাজ, বলে না কোন কথন
ফেরি করে কাঁদি আমি শুধু একা সারাক্ষন
হলোনা হলোনা কথা হলোনারে তারই সন

আহারে কি ব্যাথা তার
এ জীবনে তারই সনে হবে না যে কথা আর
কাটে না কাটে না দিন, চেপে যে ধরে আঁধার
এ জীবনে তারই সনে হবে না যে কথা আর

আজি বাঁচা হলো ‍দায়
চেয়ে নেব ক্ষমা সে কি জোড়া মমতায়
চায় না এ মন তবু ছাড়িতে যে হয়
ফুড়ালো ফুড়ালো কথা হবে তার ক্ষয়।

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

না দেখার আক্ষেপ

দিন গেলো কতটা গুনি নাই, আজো তাই
ফিরে ফিরে খুজি তারে বেলা কিবা অবেলায়।
নষ্ট যে দিন গুলো চলে গেলো অজানায়
বৃথা গেলো সেই দিন মিছামিছি অযথাই।

ব্যাথাতুর অন্তরে আবছা যে মায়া মুখ
কিবা আছে সেথা আমি অনায়াসে খুঁজি সুখ।
অকারন চলা ফেরা ছটফটে কাঁদে বুক
ওগো তুমি কোথা যাও ছোঁয়া দাও মায়া মুখ।

বহুদুর পাড়ি দিয়ে যাব আমি নিশ্চয়
দু্ই দিন বাদে আমি তোমাকে করিব জয়।
থাকো তুমি মায়াবিনী করোনাকো আর ভয়
পথপানে চেয়ে থাকা আর নয় আর নয়।