আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

ভাবনাহীন কল্পনা

কবি : মো: ইয়াকুব আলী
 
আমিতো বিজ্ঞানের কিছুই জানিনা,
কি লিখবো আজ।
দুই মিনিট ভাবি তো তিন মিনিট ঝিমাই।
সব চেয়ে বড় কথা হলো,
আমাদের দেশে তো বিজ্ঞানের বলার মত কিছুই নাই।
তাহলে আমার চিন্তা শক্তি এর মধ্যে হাটু গেরে বসবে কেমন করে।
কত কিছুইতো হতে হতে হলো না,
এখন দেখা যাক ”বঙ্গবন্ধু-১” হয় কি না,
নাকি এইটাও ফাঁকি দেয়।
এই ফাঁকির দেশে বিজ্ঞানও ফাঁকি খায়,
আর আমরা তো সাধারন মানুষ,
ফাঁকির মধ্য দিয়েই যাতায়াত।
তবে আমাদের দেশে যে কয়জন বিজ্ঞানী আছেন,
তাঁরা যদি এই ফাঁকিটাকে কিভাবে বিজ্ঞানে কাজে লাগানো যায়,
সে চেষ্টা করতো,
তবে মনে হয়,
ফাঁকিবাজি ‍অনেকাংশে বৈজ্ঞানীক রূপ লাভ করত।
যা হতো পৃথিবীর ইতিহাসে প্রথম।
বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান, আর
মনের মধ্যে কিঞ্চিত আল্পনা হচ্ছে কল্পনা।
সেই সুবাদে বৈজ্ঞানিক কল্পকাহিনী হলো,
কল্পনার জগতে বিজ্ঞানকে নিয়ে লীলাখেলাই হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী।

রবিবার, ১১ নভেম্বর, ২০১২

এক টুকরো চাওয়া

তুমি আমায় এত ভালবাস!
অথচ আমি আজো তোমার একটু ভালবাসা পেলাম না,
তুমি সত্যিই রহস্যময়ী।

আমার নয়ন দুটি এগিয়েছে বার বার,
ছুতে চেয়েছে তোমার চাহনীকে,
নিতে চেয়েছে মায়া পরশ,
কিন্তু তুমি ফিরিয়ে দিলে বার বার,
কি আজব কারবার!
এত ভালবাস!
অথচ আমি দেখতেই পেলাম না,
তোমার চোখের পাতায় আগুন ঝরছে, নাকি বৃষ্টি ঝরছে।

তবে কি, মুখের বুলিতেই তোমার এত ভালবাসা?
তুমি পারও বটে,
শত মাইল দূরের অজানা স্মৃতি,
তবু মনে হয় কত কাছে, কত আপন,
চাঁদের হাসিটি অধরাই রয়ে গেল,
থেমে গেল রহস্যময়ী নারীর ভেসে আসা আর্তচিৎকার।