আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২ জুলাই, ২০১৬

হারিয়ে যাবার আগে

আমি হারিয়ে যাবার আগে হারাতে চাই সবার আনন্দে।
আমি ব্যর্থ হওয়ার আগে সবার সফলতা দেখতে চাই।
আমি দুঃখ পাওয়ার আগে সবার সুখ দেখতে চাই।
আমি কান্না করার আগে সবার হাসি দেখতে চাই।

আমি ব্যর্থ হলে হারিয়ে যাব।
আমি ব্যর্থ হলে দুঃখ পাব।
আমি দুঃখ পেলে কান্না করবো।
কিন্তু সবার সফলতা,
সবার সুখ,
সবার হাসিই আমার খোরাক।
আমি হারিয়ে যাবার আগে সবার ভালগুলিই আমাকে হারিয়ে যেতে বাধা দেয়।
আমি কোথায় যাব এই মুখগুলি ছেড়ে।

২০-০৫-২০১৬

আমি তোমার শান্তনা

চাষীর মনে স্বস্তি, অঝোর বৃষ্টি এলে
রাত প্রহরীর স্বস্তি ভয়ের রাত ফুরোলে
সুখ তারাদের সুখ কি সুখের স্বপ্ন বোনা
তুমি কি জানো আমি তোমার শান্তনা।


পায়রা উড়ে যাচ্ছে দূরে বিশ্বাস আছে তার
যত দূরেই যাক সে ফিরে আসবে আবার
মৌমাছিরা মধু নিতে কত দূরে যায়!
তবু তারা ফিরে আসে পথ না হারায়
বিশ্বাস আছে না কি নাই তুমি জানো না
তুমি কি জানো আমি তোমার শান্তনা।

অভিমানে দুঃখ বাড়ে কান্না থামেনা
কান্না হলো দুঃখ ঘুচার মিথ্যা শান্তনা
আবার তুমি আসবে ফিরে এইতো কামনা
তুমি কি জানো আমি তোমার শান্তনা।

৩০-০৫-২০১৬

তারে ভাবলে কি আর পাব আমি

তারে ভাবলে কি আর পাব আমি
না এলে সে অন্দরে
(ও সে) ডুব মারিয়া বসে আছে গোপন পথ ধরে।

নানান ভাবে বুঝাতে চাই
নানান কথ্য ভাষে
আসল কথা হয় না বলা আপন সাহসে (আমার আপন সাহসে)
যখনই যাই বলতে তারে জিভের ডগা না নড়ে।


এই ক'টা দিন একলা ভীষন
নিজেই নিজের করছি শাসন
বুঝ মানাতে মনটারে।
বুঝের মানুষ অবুঝ হলাম ভাবছি কেমন করে।
আমার না বলা সেই প্রলাপ আজো
যত্নে আছে মন্তরে।

১৫-০৬-২০১৬

প্লীজ

সেই রাতে পূর্ণিমা ছিল না
গুমুটভাব ছিল আকাশে
খুব ক্লান্ত শরীর আমার।
সারাদিন মেজাজ বিগড়ে যাওয়া হাড়খাটুনি।
কাপড় ছেড়ে যখন বিছানায়
খুব একা লাগল নিজেকে
মনে পড়ল তোমার কথা
কাঁপা ঠোটে বললাম 'ভালবাসি'
হাসিমাখা ঠোটে ফিরিয়ে দিলে
নিঃসঙ্গ জীবনে সঙ্গী হলে না
পূর্ণিমা এল না আর
মনের গুমুট ভাবটা এখনো কাটেনি
এখনো ভাবি তোমার হাস্যোজ্জল ঠোট -
কত স্বচ্ছ!
কত স্পষ্ট উচ্চারনে বলে ফিরানোর কথা!
দ্বিতীয়বার শোনার দরকার নেই
শুধু স্পষ্ট উচ্চারনটা শুনতে ইচ্ছে করে
স্পষ্ট উচ্চারনটা শিখানোর জন্যওকি আমার সঙ্গী হবে না
আচ্ছা, তোমার কি সব সময়ই পূর্ণিমা?
কখনও যদি গুমুট ভাব আসে
মনের অজান্তেই ভেব আমায়।
আমি দেখা করবো গভীর রাতে
জড়িয়ে ধরে বলবো 'ভালবাসি'
অনেক 'ভালবাসি' তোমায়।
আমার পূর্ণিমা তোমার জন্যে।
আমার গুমুটভাব দূর করে দাও।
আমি মুখ থুবড়ে পড়ে থাকবো তোমার বুকে।

৩০-০৬-২০১৬