আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

ভালোয়ার



আমি ভালো জগৎ ভালো
পূব আকাশের তারা ভালো
মিষ্টি রোদের হাসি ভালো
আমার কাছে তুমি ভালো

মেঘের গায়ের উর্না ভালো
জোৎস্না রাতের চাঁদটা ভালো
সাগর তীরের জোয়ার ভালো
তোমার মুখের ভাষা ভালো

চাল কুমড়ার মোর'বা ভালো
কবুতরের মাংশ ভালো
সরষে ইলিশ খেতে ভালো
তোমার দু'ঠোট আরো ভালো

ধানের খেতের ঢেউটা ভালো
নীল সাগরের ঢেউটা ভালো
ঘুরির লেজের ঢেউটা ভালো
তোমার চুলের দোলন ভালো

তৃষ্ণা পেলে পানি ভালো
রোগ সাড়াতে ঔষধ ভালো
পুকুরেতে গোসল ভালো
তোমার বুকে ঘুমান ভালো

হাসনাহেনার গন্ধ ভালো
বকুল ফুলের গন্ধ ভালো
বেলি ফুলের খোপা ভালো
তোমার বুকের গন্ধ ভালো

ঝুম বরষার শব্দ ভালো
কোকিলের কন্ঠ ভালো
ময়ূরের পেখম ভালো
তোমার চলন আরো ভালো

তুমি ভালো অনেক ভালো
কালো চোখের দৃষ্টি ভালো
কালো জামের গালও ভালো
সবটুকুতেই আমার ভালো

আমার কাছে তুমি ভালো
তোমার সকল কর্ম ভলো
তোমার আমার সঙ্গ ভালো
ভালবাসার এইতো ভালো

তুমি আমার বন্ধু ভালো
তোমার ভালই আমার ভালো
বকা খাওয়া সেও ভালো
কারন তুমি শুধুই ভালো

০৯/১১/২০১৫

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

স্টাফ বাস



উত্তর থেকে দক্ষিন, অফিসের স্টাফ বাস
ঘুড়ে ঘুড়ে স্টাফ নেয় দৈনিক সারা মাস
সকালেতে নিয়ে আসে সন্ধ্যায় নামিয়ে
খোয়ারেতে ঢুকে বাস সারাদিন কামিয়ে
রং ঢং কথা চলে স্টাফদের যথা চাই
রাজনীতি, অর্থ, জিএমেরও বেল নাই
পরিবার-পরিজন, দুধ-ভাত, কোরমা
ছেলে-পুলে, হাজবেন্ড, বউয়ের আম্মা
সব্বাই উঠে আসে স্টাফ বাসে হরদোম
তুখ্খার আড্ডায় আরো আসে বেডরোম
সুখ-দুখ, বেদনা, হাসি আর হুল্লোড়
স্টাফ বাস স্টাফ বাস আনন্দ ভরপুর
দিন শেষে স্টাফ বাস ফাঁকা হয় নামিয়ে
সব্বাই হাসি খুশি স্টাফ বাস দাড়িয়ে
দিন শেষে স্টাফ বাস একা এক খোঁয়ারে
পর দিন নতুন এক স্টাফ বাস দুয়ারে
খোঁজ নাই সেই বাস কোন রুটে কোন দেশ
এভাবেই একদিন সব্বাই হবো শেষ

০৮/১১/২০১৫

রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

আমার নিবাস



ছোট্ট একটা বনের ভিতর আমার বসবাস
আমি থাকি একাই থাকি একান্ত নিবাস
লাল কেরিরা ঘুমায় এখন আমার বিছান তলে
মশারা রোজ ব্যাস্ত থাকে গীত আর গজলে
সুরেলা সেই গীত-গজলে দর্শক আর নাই
আমিই তাদের ভক্ত শ্রোতা সুরেরই গঙ্গায়
আমার পাশে ছোট্ট বনে সাপের আনাগোনা
একটু ঘুমাই একটু আবার ভয়েরই আল্পনা
বিছা আছে, কেঁচো আছে টিকটিকিও বেশ
কুনো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর নিত্য নিরাবেশ  
কুনো ব্যাঙের তবলা বাদন মশার সুরে মিশে  
আমাকে রোজ দেয় ভাসিয়ে সুরের আবেশে 
গান পাগলের কষ্ট করে শুনতে হয় না গান 
চারপাশের এই নিত্য গানই ব্যাপক অফুরান 

০৬/১১/২০১৫