আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ৮ মে, ২০১১

উপলব্ধি

আমি গাও-গেরামের পোলা,
যতটা খারাপ ঠিক ততটাই ভালা।
আমি দেখেছি অন্য গাছে বেয়ে উঠা স্বর্নলতার দল।
আমি দেখেছি বর্ষার রাতে সাপের ছোবল ।
আমার পূর্ব পুরুষদের কেউ ছিল জমিদার, কেউ ছিল লাঠিয়াল।
কেউ ছিল কুচক্রী, আবার কেউ ছিল গাড়িয়াল।
আমার দৃষ্টি ভঙ্গি যতটা প্রসারিত, ঠিক ততটাই সংকুচিত।
আমার চাওয়া-পাওয়ার ধরন অনেকটা লজ্জাবতী লাজুক লতার মত।
গ্রামের আকাঁ বাঁকা নির্জন পথের সাথে আমার আছে দীর্ঘ দিনের বন্ধুত্ব।
চৈত্রের খড়রোদে মাঠ থেকে এসে পুকুরের ঠান্ডা জলে ঝাপ দেয়ার অভিঙ্গতা।
গ্রামের দেন-দরবারে ছিল আমার সরব উপস্থিতি।
চৈতালী হাওয়ায় ঘুড়ির নাটাই নিয়ে নির্ভার মনে দৌড়ানো ছিল নেশা।
আর আমার বেকারত্ব হচ্ছে এখনকার পেশা।

সুখের পদ্ম

তোমার মনের কারাগারে
বন্দী করে রেখো মোরে।
সার্থক প্রেম হবে আমার
থাকো যদি এই অন্তরে।
থাকবো আমি সারা জীবন
দেখবো ছায়ার সুন্দর ভূবন।
দেখবো আমি আসল মায়া
সুখের পাতার রঙ্গিন ছায়া।
সুখের ঘরে শাখার ছবি
হবো মোরা দুজন কবি।
দুজন মিলে লেখবো ছন্দ
আকঁবো মোরা সুখের পদ্ম।