আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

হরতালের গান।



এই হরতাল,
আমার ব্যস্ত জীবনে এক আতংক নিয়ে এসে টেনে ধরে স্বাভাবিক পথ,
আমি এক পা সামনে তো তিন পা পিছনেতে সাত পাঁচ ভেবে হই স্লথ,
এই হরতালে পেটে লাথি,
কেউ কারো নয় সাথি,
কে দিবে আগামীর ডাক।
এই মুন্সিয়ানার ভাব,
দেখেনা কারো অভাব,
ভাবে সব গোল্লায় যাক।
চিন্তায় জেকে ধরে, বার বার মনে পড়ে, আমরাই ম্যাংগো পিপল,
ক্ষুধা মিটাবার তরে, দৌড় ঝাপ করে করে, হয়ে গেছি যেন বেসামাল,
এই হরতাল।

এই হরতাল,
ভাংচুর, অগ্নি, বোমাবাজি করে এক ধ্বংসের খেলা খেলে যায়,
অসহায় পথচারি হুটহাট করে এর শিকারে পরিনত হয়,
এ যেন এক ঋন,
শোধ চলে দিন দিন,
বেড়ে চলে নিত্য অভাব।
এ কাজের শেসে কবে,
হবে কি, না আরো হবে,
দিবে কেউ সঠিক জবাব।
চিন্তায় জেকে ধরে, বার বার মনে পড়ে, আমরাই ম্যাংগো পিপল,
ক্ষুধা মিটাবার তরে, দৌড় ঝাপ করে করে, হয়ে গেছি যেন বেসামাল,
এই হরতাল।

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

ঘুম বিয়োগ




ঘুমের সাথে সখ্য আমার অনেক দিনের
ঘুমকে তবু হারাতে হয় মাঝে মাঝে
রাত বিরাতে ঘুম তাড়াতে আমার ফোনের
রিংটোনটা হঠাৎ করেই উঠে বেজে।

ঘুমটা আমার অতি আপন সকাল বিকাল
তাইতো তাকে ছাড়তে আমার এত দ্বিধা
উপায়-অন্ত পাইনা একি ঘুমের আকাল
পড়ছে আমার চোখে নাকি অন্য বাধা।

ঘুমের বেলায় নেই যে আমার কোন আপোষ
ঘুমাতে চাই মনটা ভরে যত খুশি
কিন্তু সে ঘুম কেন যেন মানছে না পোষ
এখন আমি কোথায় গিযে কারে দুষি।

বিচ্ছিরি তাই কাটছে সময় ঘুমের বেলা
জানিনা আর কতটা দিন এমন হবে
আগের মত ঘুমাতে চাই সারাবেলা
কিন্তু সে ঘুম আমার কাছে আসবে কবে?

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

সদ্য সমাপ্ত



মনের খাচাঁয় বন্দী আমি নারীর কাছে নগন্য
প্রেমে আমার জাত মারিয়া মান করিল সামান্য।
আমি এবার ঘুরে ঘুরে আপন মনে মহাজন
আমাকে আর ঠকাবে কে, বুঝে গেছি মন হরন।

আমি তরুণ অরুণ রোধে অরণ্যতে সাবলীল
হাজার বছর বাচঁবো সেথায় শান্তি-সুখে অনাবিল।
কাঁচা স্মৃতি দাফন করে রেখে এলাম কবরে
এখন আমি মুক্ত পাখি মুক্তাকাশে মন উরে।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

কিছু সময়



কানের কাছে একটি মশা ভেন ভেনা ভেন করছে রে
খাপ্পর দিলে চিপা দিয়ে ফুরুৎ করে যায় দুরে।
একটু পরে আবার এসে হাতে বসে কামড় দেয়
কি বেহায়া মশা দেখো আমার গায়ের রক্ত নেয!
এবার দিলাম খাতার বারি তাতে ও সে মরে না
কি চালাকের চালাক রে ভাই ধৈর্য্যে আমার ধরে না!
ক্ষানিক বাদে আবার এসে কানের কাছে ভনর ভন
কি জ্বালাতে পরলাম আমি কাজে কর্মে বয় না মন!
অবশেষে ব্যাটটা এনে দিলাম বাড়ি আফেতাফ
মরলো এবার পিচকা মশা বাঁচলাম আমি ছেড়ে হাফ।