আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

ভুলভাল

তুমি উপরে,
টিনের চালে রিমঝিম রিমঝিম,
আমি কাদা গায়,
ধুয়েছ আমায় ধীরে ধীরে সারা দিন,
আমি যাব না দূরে,
তোমায় ভুলে এ গাঁও ছেড়ে আর,
ফড়িংয়ের দল,
যতই উড়ুক সকাল-বিকাল,
তুমি নিলাজ ঠোটের মত,
ছুঁইবে আমায় যত,
ততই বাড়ুক টুপটাপ,
সুরসুরি দিয়ে ঐ,
বৃষ্টি ঝড়ে যতই,
তোমাতে-আমাতে বাড়ে তাপ,
আমি নিশ্চুপ,
নির্ভয় তোমার বাড়ি…………..
             
০৬.০৮.২০১৪

রবিবার, ৩ আগস্ট, ২০১৪

অনুরোধ

আমি যেদিন মারা যাব উত্তরের শিয়রে,
ইয়াসিন সূরা পাঠ করিও সবাই একটু জোরে।
কোরআন পড়ো পাশে বসে কলমা দিও কানে,
রূহ কবজ হয় যেন ভাই দিনেরই সন্মানে।
ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,
এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।
আমি পাপী, পাপে তাপী, পাপের নাইরে শেষ,
আমার দেহে পানি ঢেলে পাপ কইরো নি:শ্বেষ।
কবরেতে নেয়ার কালে,
দরূদ পইরো সবাই মিলে,
খেজুর ঢালা পুতে দিও মাথার উপরে,
একটু শান্তি পাই যেন ভাই মাটির তলে।
শেষ ইচ্ছাটা পুরন করার চেষ্টা কইরো সবে,
রাস্তার পাশে কবর দিলে সালাম পাব তবে।
বেড়া দিও চতুর্পাশে, রাসূল আমার নূর,
নাম ফলকে লিখে দিও ইয়াকুবের গোর।
ইচ্ছা গুলো পুরন কইরো ওহে মুমীন ভাই,
এই ধরাতে আমার চাওয়ার আর যে কিছু নাই।

০৩.০৮.২০১৪