আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ৩ মার্চ, ২০১৪

ব্যাচেলর বিড়ম্বনা


বইয়ের বাজার হরেক রকম
মাছের বাজার চড়া,
মাছ ছাড়া তাই ভাই খেয়েছি
ভেজে ডালের বড়া।
এই তো ছিল দুপুর বেলার
খানা-পিনার গপ,
রাত্রি বেলা খাব কি তাই
ভাবছি বসে সব।
বুয়ার বাসা বস্তি পারা
টিনের চালের ঘর,
বৃষ্টি এসে হানা দিলে
কাঁপে থরো থর।
সেই কাঁপুনির দোহাই দিয়ে
রান্না করে বেল,
ব্যাচেলরের গুষ্টি সকল
বুয়ার কাছে ফেল।
এমনি করেই কাটছে সকল
ব্যাচেলরের দিন,
আর কত কাল থাকবে এমন
সঙ্গী-সাথী হীন।
আরো অনেক ঝুট-ঝামেলা
নিত্য দিনের সই,
হাড়ি মাজা, বাসন-কোসন
নিজের করে লই।
ভাড়া বারায় মালিক বেটা
বছরে দুই বার,
আরো অনেক কান্ড ঘটে
ব্যাচেলরের দ্বার।