আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৯ মে, ২০১২

অপেক্ষা

জলতরঙ্গের ঢেউ খেলে যায় ঐ যে দুরের গায়
কবি আমায় দেয় না দেখা আবছা নিরালায়।
হঠাৎ করে ছাউনি ঘরে কবির আগমন
তরতরিয়ে গিয়েও আমি পেলাম না তার মন।
কবি আমায় দেয় না দেখা ঠুনকো অযুহাত
কোলের বালিশ যাই ভিজিয়ে ঘুমের সারা রাত।
আবছা আমার মনের বাড়ি কতেক প্রহর বাস
ধীরে লয়ে উঠছে বেড়ে মনের দুর্বাঘাস।
কবি আমার সাধের মানব স্বপ্নে পাওয়া ধন
অপলকে থাকবো চেয়ে কবির আগমন।

মঙ্গলবার, ৮ মে, ২০১২

মায়া ভরা চাহনি

যদিও বা আমি নই যে তোমার
তুমি যে আমারই হও,
আমারই হৃদয়ে ভাসিয়ে দিয়েছ
রুপ সাগরের নাও।

আমি যে পাগল কত কিছু করি
সবই যে তোমারই জন্য,
কি কারন বল এত কিছু হায়
তবুও যে আমি ধন্য।

যে মায়ার ডোরে বেধেছি হৃদয়
তাহা যে তোমারই দান,
তোমারই চোখেতে তাকিয়ে আমি যে
টিকিয়ে রেখেছি প্রান।

যে চোখের টানে সারা দিন ভর
ঘুরি আমি পথে পথে,
কি মায়া-তার কি আগুন ঝরে
কি শোভা চাহনীতে।

আপেলের মত চোখ দুটো তার
তীরের বেগেতে ছুটে,
যায় নিয়ে যায় আমারই হৃদয়
হেরিয়া নয়ন টুটে।

চাহনিতে তার কবে যে আবার
মুক্তার ছলাছল,
ছুটিয়া সে যায় দুর বহু দুর
নেই তার কোলাহল।

সে আমার প্রিয়া কাড়িয়াছে হিয়া
চাহনির মায়া জালে,
স্বপনেতে তাই চলিয়া যে যাই
চাহনির ধরা তলে।

এত মায়া তার চাহনীতে আমি
দেখি নাই আর কারো,
চেয়ে চেয়ে শুধু টানি আমি তার
চাহনির মায়া আরো।

প্রিয়া কি জানে কি মায়ায় রাখে
আমাকে বাধিয়া আজ,
আমি শুধু জানি চাহনিতে তার
কতযে মধুর সাজ।

আমি চেয়ে রই অবলার মত
তার মায়া চোখ পানে,
জানিনা সে চোখ কি এমন রাগে
তুলিয়াছে সুর গানে।