আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

কুৎসিত মন

আমার মন চালানোই বড় দায়
তার উপরে তিনটা মেয়ে মনের ঘরে জাত মারায়।
জাতের নারী অজাত রূপে অচীন ঘরে আসছে তাই
চিন পরিচয় জেনে আমি সংগ দেবার ডাক পাঠাই।

আমার রঙ্গ হলো সাড়া
ডাকের দেবী ঘুমাচ্ছে আজ ডাক পাঠাবে কারা।
আমার আবেগ গেল অবলাতে বিবেক গেল মারা
আমার সরলতার সুযোগ নিয়ে করছে নাড়াচাড়া।

দোষ কি শুধুই আমার?
একটা মানুষ তিনটা ধরার সাধ্য আছে কার?
দেখো অবনতি হচ্ছে আজি আমার অবস্থার
একটা নিয়ে ভাব করে যে সেইতো চমৎকার।

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

নেত্রী যুগল

আমার দেশের নেত্রীদ্বয়কে কঠিন রোগে ধরেছে
এই কারনে দেশটা আজি জটিল ফাঁদে পড়েছে।
রোগ সারানোর ওষুধ খুঁজে পাচ্ছে না কেউ এই ধরায়
হেকিম গুনি সব জনতা তাদের জ্বালায় পাগল প্রায়।
খুন-সুটিতে মাতেন তারা যখন থাকেন সংসদে
রাত বিরাতে নাটাই চালে বসে নিজের মসনদে।
খেলার ছলে বুলি ছোড়েন গুলির চেয়ে পাওয়ারী
এক বুলিতে লন্ড ভন্ড অর্থ-সম্পদ ঘর বাড়ি।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

তর্কাবুল(তর্ক+আবুল)

দেশে দুইটা বলদ আছে আবুল আবুল নাম
বোকার মত হাসে তারা গাধার মত কাম।
একটা আবুল কথা বলে কার্টুন কার্টূন ভাব
আরেক আবুল হেসেই চলে ফেলে দেশের লাভ।
দুই আবুলে মাসতুত ভাই চুরির কাজে বেশ
নিজের ভাল বুঝতে গিয়ে দেশকে করে শেষ।
স্বার্থ বুঝে একটা আবুল অন্যটারে কয়
"হেতার লাগি পকেট ফাঁকা পথতো হবেই ক্ষয়।"
জবাব দিতে তেড়ে এসে ঐ আবুলে কয়
"বলদটাতো বুঝেনা তাই আবোল তাবোল কয়।"
আমি তারে ষোলআনাই দিলাম অনেক আগে
ভাগের টাকা কম পাবে তাই আমার উপর রাগে।
এই করিয়া দুই আবুলে তর্ক অবিরাম
দেশের মানুষ বসছে খুলে হাসির নয়া খাম।