আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১১ জুলাই, ২০১১

পার্শ্ব অনুভব

চাকরিজীবী একটি মেয়ে প্রথম দেখায় মন কাড়িল
এ কয় দিনে যা বুঝিলাম, মেয়েটি খুব ঘর গোছালো।
ফেল-ফেলিয়ে তাকিয়ে শুধু তাহার চোখের নজর কাড়ি
কখনো বা ইচ্ছা করে মজার ছলে পাতছি আড়ি।
রূপ যে তাহার খুব যে কাঁচা বলবো না তাও রূপবতী
বলবো শুধু তাকে ভেবেই কাটছে আমার দিন আর রাতি।
চাঁদের বুঝি একটি প্রহর আসলো নেমে মনের বাড়ি
তাইতো আমি উচ্ছলিত, উদ্বেলিত, গুলবাহারি।
ঠোট যে তাহার ধনুক বাঁকা রামধনুটির অট্টহাসি
মায়াবি তার কন্ঠ যেন রাখাল ছেলের পোড়া বাঁশি।
হাত দু'খানার শোভা যেন বাড়িয়ে দিল সোনার কাঁকন
মায়াবি তার নখ গুলিও হৃদয় কাড়ে যখন তখন।
একটু খানি তাকাই যখন সব ভুলে যাই এক নিমিষে
চাঁদটা বুঝি আসলো নেমে বসলো শুধু আমার পাশে।
আমি তাহার রূপ দেখেছি, ঢেউয়ের আগে ছলছলিয়ে
কি যে মায়া ছড়ায়!আমি এক পলকেই যাই হারিয়ে।
এই মেয়েটি এখন আমার বায়ের দিকের একটা আপু
বড় আপু বড়ই র'ল হইলো না রে আমার বাপু।