আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

প্রতিকার চাই

আবার শুরু গলা ব্যাথা, ভাল্লাগে না ভাই
ওষধ খেয়েও হচ্ছে না লাভ, কি আছে উপায়।
গলা আমার পঁচিশ দিনই ব্যাথাতে মশগুল
এ জন্য ভাই সব কাজেতেই হচ্ছে যে ভন্ডুল।
গলা ব্যাথায় কষ্ট সে কি, কি আর বলব ভাই
ডাক্তার, হেকিম সবার কাছে এর প্রতিকার চাই।
কথা বলা, খাওয়া-দাওয়া সব কিছুতেই বাধ
উপায়ান্তর নাই যে আমার হাসি দেওয়ার সাধ।
দিনের বেলায় যেমন তেমন, ব্যাথা বাড়ে রাতে
নাই যে কোন উপায় এখন আমার অবোধ হাতে।
আর পারি না সইতে আমি, ওভাই বড় ভাই
পরামর্শ যে যা দিবেন, নিব আমি তাই।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

আহ্ববান।

একুশের ভাষা একুশেই রয়,
নামজাদা কিছু পা-চাটা কুকুর ভাষাকে করেছে ক্ষয়।
অযথাই তারে, যে যেমন করে, করিছে ব্যবহার,
ধরিত্রির বুকে এ ভাষাই আজি খুলেছে মনের দ্বার।
এ ধরার মাঝে, যে ভাষা বাজে, কর্নের গহীনে,
সে ভাষাই আজ মরিতে বসেছে শকুনের দাবানে।
পাতিয়া যে বুক, আনিয়াছে সুখ, কি দিলেম প্রতিদান,
মানুষের রূপি গোরা শয়তান, না দিলও সম্মান।
এসো বাঙ্গালী, বাংলাদেশি, এসো জনতার দল,
মায়ের ভাষাকে, আপন করিয়া, কথা বলি অবিরল।

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

মায়া বসন্ত

এই বসন্তে,
যে পাখি মেঘের আড়াল দিয়ে উড়ে যায় দূর-বহুদূর
সে কি জানে?
এই মায়াবী বসন্ত তার ডানা ছুঁয়ে যায় অবিরাম।
নীল আকাশে ভেসে যায় সাদা মেঘের ভেলা।
যেন মনে হয়,
বা হাত দিয়ে ওড়না উড়িয়ে চলে যায় কোন রূপসী।
যে মেঘের ভাঁজে লুকিয়ে আছে কবির অনুরাগ
সে মায়ার টানে,
কবি আজ পথে নেমেছে মেঘ ছোঁয়ার কল্পনায়।
কৃষ্ঞচূড়ার রক্তিম আভা পথে পথে মাখে রূপ,
যেন বলে সে,
ওগো কবি তুমি দেখো মোর উচ্ছল আনন্দ
আমি আজ সেজেছি আমার রূপ লাবন্য দিয়ে,
প্রকৃতির সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমি এসেছি আবার,
হে কবি তুমি দেখ চেয়ে,
কি সুন্দর সাজ আজ এ ধরায়.