আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ৬ জুন, ২০১১

অলসতা ও প্রেম

অলস জীবন আমাকে প্রেম করতে প্রলুব্ধ করেছে।
পরীশ্রমী জীবন আমাকে এগিয়ে যাবার পথ দেখিয়েছে।
ছন্নছাড়া জীবন আমাকে ঘর ছাড়তে বাধ্য করেছে।
অভাব আমাকে চুরি করার পথ শিখিয়েছে।

যখন আমি অলস ছিলাম তখন দ্বারে দ্বারে প্রেম খুজেঁছি।
দিনের অধিকাংশ সময় কেটেছে প্রেমের সাগরে নৌকা বেয়ে।
আমি সামনে এগিয়ে গেছি পরিশ্রম করে।
আমি যতই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছি,
ততই সামনের দিকে এগিয়ে গেছি।
একটা সময় আমি আমার ঘর ত্যাগ করেছি।
যখন আমি অনেক দূর চলে গিয়েছি,
তখন আমার কাছে সম্বল বলতে কিছুই ছিল না।
অভাবের তাড়নায় আমি নদী পথেই চুরির ধান্দা করতে বাধ্য হয়েছি।

এই সব কিছুর মূলেই ছিল অলস প্রেম।
এরাই আমাকে আজ পথে নামতে বাধ্য করেছে।
আমি এখন পথের ফকির, পথই আমার ঘর।
অলসতা আমাকে ফকির বানিয়েছে,
তাই কেই অলস থেকো না।

রবিবার, ৫ জুন, ২০১১

আলসে গাধী

থাকি না হয় একটু খানি তাতে কি বা আসে যায়,
স্বাধীনতা পেলাম তাইতো থাকতে আমার ইচ্ছা হয়।
একলা থাকার স্বভাব যে নেই কিই বা উপায় আছে আর,
বকা কয়টা খেয়েও না হয় সময়টাকে করি পার।
স্যারেরা সব নেই বলে তো কাজের বেলায় ফুরুৎ ফারুৎ,
সুর মিলিয়ে চলছে আড্ডা হচ্ছে যেন কথার দুরুদ।
আমি একটু করেছি কাজ আমার ডেস্কে বসে,
স্বাক্ষী আছে অরুন দাদা যাচ্ছেন কোথায় হেসে।
সারাটা দিন কাটিয়ে দিলেন আড্ডা বাজি করে,
আমি একটু বসছি তাতেই রাগে যাচ্ছেন মরে।
শালার নারী জাতি আজীবনই থাকবে এমন গাধী,
দু:খ লাগে তাদের প্রতি যারা করছে তাদের সাদী।