আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

ঝুট-ঝামেলা

ঝামেলার এই দুনিয়ায়,
ছাড়েনা একটু আমায়,
নগদে ঝাটকা মারে,
ঝোঁপের ধারে অজাত বিষে।
দু’কূলের কোন ঘাটই,
করে না খাটাখাটি,
নেবে না একটু তুলে,
কোন কূলেই অবশেষে।

এমনই ঝামেলা আজ,
ধীরে তার বাড়ছে যে ঝাঁজ,
নিরবে আসছে ধেয়ে,
আকাশ বেয়ে কেমন জানি।
তাঁরারা ইশারাতে,
বলেছে স্বপ্নে রাতে,
তবু আজ হুশ হলো না,
এই ছলনায় বাড়ছে গ্লানি।

কি দারুন জমছে খেলা,
নাচিছে জীবন ভেলা,
মাঝি রোজ বৈঠা খুঁজে,
ভক্তি পূঁজে সঙ্গোপনে।

এরকম দোদুল্যতায়,
আলী তাই বিষন্নতায়,
ভাবে রোজ দিবা-রাতি,
চরক বাতি চোখের কোনে।
                      ২৬-০৪-২০১৪