আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

ফিরতি আশা

দায় দিব কি তোমার কাঁধে, কিইবা তোমার দোষ,
আমরা যারা পিতৃহারা,
মাতৃহারা সজনহারা,
আমাদের এই বেহাল দশায় আমাদেরই দোষ।

তোমার হাতে ঢোলের কাঠি, তুমিই বাজাও ঢোল,
দিয়েছি তা আমরা তোমায়,
ভাল বাদ্য শোনার আশায়,
সুযোগ পেয়ে তুমি এখন বাজাও নিজের বোল।
ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল
আমাদের এই করুন দশায় আমাদেরই দোষ।
দায় দিব কি তোমার কাঁধে, কিইবা তোমার দোষ।

বোধের অভাব আমাদেরই, নিশানাটাই ভুল,
নিজের দোষে মরছি পুড়ে,
রাস্তা কিংবা আপন ঘরে,
নি:স্ব হয়ে দস্যু রাজার দিচ্ছি মাশুল।
ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল
আমাদের এই করুন দশায় আমাদেরই দোষ।
দায় দিব কি তোমার কাঁধে, কিইবা তোমার দোষ।

আশাতে আজ গুড়েবালি, আশায় ভাঙ্গে বুক,
তবু আশা চাইতে আসি,
আশায় খুঁজি আলোর রাশি,
আপন নিবাস পেতে ফিরে আশাতে মশগুল,
আর হবে না, আর হবে না, হবে না আর ভুল,
নতুন আশা বেধেছি আজ ফিরে পেতে কূল।
২১.০১.২০১৫