আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

অবহেলিত লিংক রোড


রোজ বিকেলে সাক্ষী এক জোড়া চোখ,
ভ্যাপসা গরমের সাথে যোগ হয় ইঞ্জিন আর নি:শ্বাস,
দেহের সাথে দেহের উষ্ণ আলিঙ্গন গরমকে আরো বাড়িয়ে দেয়,
ঠাসাঠাসি করে ভিতরে ঢুকেই রাজ্য জয়,
তাতে বাঁধা হয়ে দাঁড়ায় তিন জোড়া ট্রাফিক পুলিশ,
ভাব দেখে মনে হয় যেন এই লাইন তাদের সৎ ছেলে,
সবাইকে তিন বেলা আর তাকে এক বেলা।
কিছুতেই ছাড়তে চায় না তারা,
সামনের লাইন ক্লিয়ার, তবে বাধা কোথায়?
অনেক পরে যদি ছাড়েও তবে হাতে গোনা কয়েকটা,
আবার বন্ধ, আবার বেড়ে চলে উদ্বেগ, উৎকন্ঠা,
কখন ছাড়বে গাড়ি, কখন ফিরবে সবাই,
ঘামের পরে ঘাম,
একেক জনের শরীর যেন কৃত্রিম ছোট ঝর্ণা।



২৩.০৮.২০১৪

সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

মিষ্টি কলিগ



হাটছে রোজ চতুর্পাশ সাতে পাচঁ দিন,
দেখছি তার ডাগর চোখ ডর-ভয় হীন,
সারাদিন যায়, বস ফাঁকি খায়,
চোখাচোখি চলে হরদম,
ভাষা খুঁজেছি, আমি বুঝেছি,
এর বেশি পেতে সাধ কম,
সে আমার মিষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।


ঠোটে হাসি খুব তার ভাল ট্রেডমার্ক,
খোচা থেকে দূরে থাকি হাসি টুকু থাক,
এমনিতে রোজ তার নেই শুধু খোঁজ,
বাড়াবাড়ি হলে হবে যম,
ঝোপ বুঝে তাই, তার চোখ পানে চাই,
ধরা খেলে কপালেতে বোম,
সে আমার মি্ষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।

সারাদিন খুব কম কথা তার মুখে,
টুকটাক যাই হয় চোখে চোখ রেখে,
বুদ্ধিতে গুড, তাই ধরে থাকে মুড,
কিছুতেই নয় সে অধম,
কত নানা ছলে তাকে কত কিছু বলে,
তবু সে পায় না শরম,
সে আমার মিষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।

১৮.০৮.২০১৪

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

ব্যাস্ত স্ংসার



উড়াল সড়কের নিচে তাদের ব্যাস্ত সংসার
ছোট্ট শিশুটি মায়ের বুকে দাপাদাপি করছে
খঞ্জনি হাতে বাবার সারা দিন রাত পার
ব্যাস্ত সড়কের দুই পাশে গাড়ি গুলো ছুটছে।
খোলা আকাশটাই যেন তাদের বিশাল ছাউনী
সাথে একটি কুকুর আর দুটি ছাগল ছানা
চিন্তার বলি রেখা আজো তাদের স্পর্শ করেনি
এ সব কিছুই তাদের বেঁচে থাকার প্রেরনা।
কালো আর লাল পিপড়ারা পায়ের সাথে ঘুরে
যেন বলে বেড়ায় আজ উভয়ের একই মর্যাদা
ফেলে দেয়া খাবার গুলোই আসে দু’জনের ঘরে
গাড়ির কালো ধোঁয়া তাদের উষ্ণ  পরিধা।
মশক বাহিনীর উৎপাত চলে সারা দিন রাত
স্যাৎস্যাতে কাঁথা গুলো ছারপোকার শান্ত নিবাস
জটলা চুলে উঁকুনের নিবাসে চলে নখের আঘাত
তবুও তারা একে-অন্যের, এক সাথে বসবাস।

১৬.০৮.২০১৪