আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

নিত্য কর্ম

আমার একটা বালের কবিতা, একটা দিনেই শেষ
মাগার অন্য হাজার সব কিছুই টিকে আছে বেশ।
আমি দশ-বারো লাইন লিখতে পারলে কবি বনে যাই
ভাবি বিশাল কিছু হয়ে এবার স্বর্গে হবে ঠাই।
দেখি মিথ্যা এসব ভাবনা আমার উলু বনের ফুল
এখন সামনে দেখি আসছে ধেয়ে দু:খ অপ্রতুল।
আমার পুজি বাট্টা যেটুক, তাহা খুবই নগন্য
এতো কম পুজিতে কেমনে আমি হবো অনন্য।

আমি পড়তে যখন বসি আমার পড়ার টেবিলে
তখন ছন্দ এসে পুলক জাগায় ছোট্ট এই দিলে।
আমার ভাই-বেরাদর সবাই আমায় করে অবিশ্বাস
বলে পড়া-লেখায় ফাকি দিলে খাইবো পড়ে বাশ।
আমার শিষ্টাচারে গলদ আছে, মুক্তি আমার নাই
আমি পাপের দেশের রাজা হয়ে পদ্যে দেব ছাই।

রবিবার, ১৭ জুলাই, ২০১১

দ্বিধাদ্বন্দ্ব

আমার মনের লীলা বুঝলনা কেউ, মাথায় বৃন্দাবন
এখন বৃহস্পতির তলানীতে যাত্রী অবুঝ মন।
আমি দুই নায়েতে পা দিয়েছি বেশি লোভের আশে
আমার একটা নায়ে ধাক্কা মারে অন্য নায়ের পাশে।
কখন ডুববো আমি গভীর জলে
কুলহীনা এই সাগর তলে
একলা মাঝি দুই নায়েতে কেমনে হবো পার?

একটা আমার নিজের গড়া, আপন হাতের রেশ
লেগে আছে সব খানেতে রূপ মাধুর্য্য বেশ।
অন্যটা ঐ দূরের দেশের, চোক্ষে দেখি নাই
শুধু জোড়ের বশে মাজে মাঝে একটু খানি বাই।
এখন এই তরিও আমার মাঝে
জল কেলিতে মন কেড়েছে
কেমন করে ত্যাগ করিব, ভাবছি এখন তাই।

দিন কাটে আজ জল কেলিতে, নৌকা দুটো ঘাটে বেধে
হাসি-খুশি কাটাচ্ছি ঠিক, গোপনে যে মনটা কাঁদে।
মনে আমার সূতার বাধন, ঝুলে থাকে সারাটাক্ষন
বাতাস যেদিক বইতে থাকে, সেদিকটাকেই করে আপন।
হাজার আশার স্বপ্ন আমার
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আধাঁর
অন্ধকারে ডুবছি আমি বিকট অন্ধকার
আমার সুখ পাখিটা নাইযে সুখে, শুন্যে বসত তার।