আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১১ মার্চ, ২০১৫

আমি স্বাধীন কিন্তু মুক্ত নই

আমি স্বাধীন কিন্তু মুক্ত নই,
নির্বুদ্ধিতার আড়ালে হুজুগে বাঙ্গালীর স্বপ্ন মাড়ানো অতিথী মাত্র।
আমার অস্থায়ী চাহনী স্বাধীন ভাবে ভাবতে অনুপ্রেরনা দেয়,
মুক্ত চিন্তার অনেক দূরে আমি এক অতিথী মাত্র।
চতুর্পাশে ঘেরা জঞ্জাল আমায় মুক্ত হতে দেয় না,
ডানা মেলে উড়তে দেয় না মুক্ত আকাশে,
আমি তাবু টানানো ঘুমন্ত সৈনিকের মত বিপর্যস্ত।
মুক্ত ভাবে বেঁচে থাকা আমার স্বাধীনতা,
স্বাধীনতা পেয়েছি আমার বংশ পরম্পরায়,
স্বাধীনতা দেখেছি বিশাল মিছিলের ঢেউয়ে,
সে ঢেউ মুক্ত ভাবে বাড়তে দেখিনি কখনো।
আমি মুখ থুবরে পড়ে থাকা শুয়ো পোকা নই,
আমি কুপ-মুন্ডুকে জিইয়ে থাকা কুনো ব্যাঙ নই,
তবুও আমি মুক্ত নই আমার পারিপার্শিকতায়।
কিন্তু আমি স্বাধীন, আমি স্বাধীন, আমি স্বাধীন,
মুক্ত হতে চাই সাধের পৃথিবীতে।

১১.০৩.২০১৫

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

অস্ফুট চাওয়া

আমি বলছি না যমুনার জল নীল করে দিতে,
আমি বলছি না আকাশের তারা হাতে এনে দিতে,
আমি বলছি না পদ্নার ইলিশ দিয়ে ভরন পোষাতে,
আমি বলছি ধর্তব্য নিরাপত্তাকে হাতের মুঠোয় গুজে দিতে।

আমি চাইনা অট্টালিকার চূড়ায় বসে পা দুলাতে,
আমি চাইনা কোন রাজা হয়ে ছড়ি ঘুরাতে,
আমি চাইনা কোন দ্বীপপুঞ্জে প্রাসাদ গড়ে দিতে,
আমি চাই ধর্তব্য নিরাপত্তাকে হাতে এনে দিতে।

আমি বেঁচে থাকতে চাই পায়ে মারানো ঘাসের মত,
আমি বেঁচে থাকেত চাই কুড়িয়ে খাওয়া শিশুর মত,
আমি বেঁচে থাকতে চাই জীর্নশীর্ন পাখির মত,
আমি ধর্তব্য নিরাপত্তার চাদরে বেঁচে থাকতে চাই।

০২.০৩.২০১৫