আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

কারবার


জুতা গুলি বাক্সে কেন, প্রদর্শনী করো,
বিক্রি করাই লক্ষ্য, যেন বাক্সে নাহি ভরো।
হরেক রকম জুতার বাহার, নানান আকার ধারা,
নানান সাজে সাজাও যেন দেখতে মনোহরা।
ছেলে, বুড়ো, বৃদ্ধ সবই সাজাও ক্রমধারে,
মেয়ে গুলি সাজাও একটু আলতো শোভা করে।
খেয়াল রেখো, ব্র্যান্ড গুলিও যায় না যেন বাদ,
ধরে মুছে সাজাও সবে মিলে কাধেঁ কাধঁ।
আরো কিছু পণ্য আছে সাজাও পরে পরে,
তারপরেতেই বিক্রি করো সারা বছর ধরে।
আসবে ক্রেতা, কিনতে জুতা, বাজেট নিয়ে হাতে,
যায় না যেন খালি ফিরে দিনে কিংবা রাতে।
বাচ্চা আছে, ইস্কুল আছে, প্লাষ্টিক আছে তাই,
পছন্দসই জুতার আশায় আসে ক্রেতারাই।
তাদের চাওয়া পূরন করাই মোদের গুরু ভার,
হাসি মুখে বিদায় জানাই, আসবেন যে আবার।
ব্যবসা পাতি, যত্তআতি, যত্ন করো সবে,
ঠকবে না কেউ কোন কালেই, জয় তোমাদের হবে।
জুতা ছাড়া এই দুনিয়ায় চলে না কেউ ভাই,
আমরা সবাই জুতার মেকার, জুতায় মন ভরাই।
 ০৭.০৪.২০১৪