আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ৩০ জানুয়ারী, ২০১১

নিরব স্বপ্ন

আমি এক শান্ত বিড়াল ক্ষান্ত মনে,
ক্লান্ত এখন অনুক্ষনে,
শূন্য মনে ক্ষুদ্র আভাস আচ্ছা দিতে
আমি একা বসন্তে তাই বিহঙ্গনে।
পান্থ চেয়ে একা একা ভোর বিহনে
কতক বিহান কাটল একা, কেউ না জানে।
হয়ে আছি নিরন্ন তাই নীল নয়নে।
কতক শিমূল দেখলাম আমি দুই নয়নে।
আজোবধি হয়নি দেখা অন্যের সনে,
আমি তরুন, উনিশেতে পা রাখিনে,
আঠারতে আছি এখন ধ্যানে ঞ্জানে।
হাহাকারের চিহ্ন ভাসে আমার মনে,
কোথায় গেলে পাব যে সুখ কেউ না জানে,
আমি অধম, আমারও নেই তাহা ঞ্জানে,
তাইতো আজি শান্ত আজি ক্ষান্ত মনে।

অবাক কাহিনী

আমি বিখ্যাত কোন কবি নই,
যে প্রেমে ব্যর্থ হয়ে অমর কবিতা লিখব।
আমি এমন কোন উপন্যাসিক নই,
যে প্রেমে ব্যর্থ হয়ে উপন্যাস লিখব।
আমি সাধারন একজন মানুষ,
যে সর্বদাই সুখ খুঁজে প্রকৃতির সুন্দর লীলাভূমে।

আমি নই কোন রচনাকার,
যে ছলনাতে ব্যর্থ হয়ে প্রেমের রচনা লিখব।
আমি শুক্লপক্ষের কোন সমঝদার নই,
যে অনবরত আকাশের পানে তাকিয়ে প্রিয়ার মুখ খানা অংকন করব।
আমি ক্ষুদ্র-অতি নগন্য,
যে সাগরের ঢেউ দেখে মনে আনন্দ সঞ্চার করে।