আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

অস্তিত্বে অনুভব



তুমি শব্দ হলে,
আমার মগজে ঘুড়পাক খেতে
তুমি ভাষা হলে,
আমার ঠোটের বন্ধু হতে
তুমি বাক্য হলে,
আমার কবিতায় রয়ে যেতে
তুমি শুধুই আমার,
তাই তোমাকে আমার অস্তিত্বে অনুভব করি

তুমি ছবি হলে,
আমার দেয়ালেই রয়ে যেতে
তুমি পদ্য হলে,
আমার ডায়রিতে স্থান পেতে
তুমি সুর হলে,
আমার হারমুনিয়ামে থেকে যেতে
তুমি শুধুই আমার,
তাই তোমাকে আমার অস্তিত্বে অনুভব করি

তুমি আলো হলে,
আমার দেহের ছায়া হতে
তুমি বায়ু হলে,
আমার নি:স্বাসে বেড়িয়ে যেতে
তুমি অশ্রু হলে,
আমার চোখের কোনায় রয়ে যেতে
তুমি শুধুই আমার,
তাই তোমাকে আমার অস্তিত্বে অনুভব করি

তুমি অসুখ হলে,
আমায় শুধু কষ্ট দিতে
তুমি পাথর হলে,
আমায় শুধু আঘাত দিতে
তুমি আগুন হলে,
আমায় শুধু পুড়িয়ে দিতে
তুমি বন্ধু আমার,
তাই তোমাকে আমার অস্তিত্বে অনুভব করি

তোমার কত মায়া!
শত চেয়েও মন ভরে না
তোমার কত টান!
দূরে থেকেও দূরে মনে হয় না
আচ্ছা, তুমি কে?
যাকে আমি এত অনুভব করি!
, তুমি বন্ধু আমার,
তাই তোমাকে আমার অস্তিত্বে অনুভব করি

জানুয়ারি ২০১৬, টঙ্গী, গাজীপুর

স্বপ্ন

আকাশ!
তোর পা ঘেষে দাড়িয়ে থাকা ঘরটি আমার।
সাতশো বছর আগে,
আজ থেকে ঠিক সাতশো বছর আগে,
এমনই এক রক্তিম গোধূলিতে
তোর হেলে পড়া পা আশ্রয় চেয়েছিল।
আমি না করতে পারি নি!
তোর নিদারুণ কষ্ট লাঘব করবো বলে
এই ঘরটি বানিয়েছি।
জানিস!
আজো পর্যন্ত থাকা হয়নি একটি বারও।
কত সংগ্রাম!
কত লাঞ্ছনা, বঞ্চনা, তীব্রতা!
ঝরের পরে ঝর আঘাত করেছে ভেঙ্গে দিতে।
তুমুল বৃষ্টি চেয়েছিল ভাসিয়ে দিতে।
জলোচ্ছাস, ঘূর্নিঝড়েরা জোট বোধেছিল গ্রাস করতে।
সূর্য্য চেয়েছিল পুড়িয়ে ছাঁই করে দিতে।
আমি পিছপা হয় নি।
চাঁদের আলোয় একটু একটু করে ঘর বানিয়েছি।
আমি কৃতজ্ঞ সেই চাঁদের কাছে।
তাঁর রূপালী আলো আমায় সাহস জুগিয়েছে।
সাহায্য করেছে ঘর বানাতে।
অথচ আজ তুই অনেক দূরে।
আমার ঘরের চালে পা দিয়ে দিব্যি দাড়িয়ে আছিস।
দূরে পশ্চিমে তাকিয়ে দেখি তুই পা ফেলে দাড়িয়ে আছিস।
আমি আনন্দে লাফিয়ে উঠি।
হাজার মাইল দৌড়ে গিয়ে দেখি তুই নেই।
দূরে,
আরো দূরে!
হাজার মাইল দূরে দাড়িয়ে আছিস ঘরের চালে।
তুই কি জানিস না,
আমি তোকে চাই না।
আমি আমার ঘরটিকে চাই।
যে ঘরে স্বপ্ন আছে বেঁচে থাকার।
যে ঘরে ছোট্ট একটা সংসার হবে।
নতুন একটা আলোকজ্জল পৃথিবী হবে।
সেই ঘরটি আমায় ফিরিয়ে দে।
আমি তোর সকল কষ্ট মুছে দেবো।
তোর বুক থেকে মুছে দেবো নীলের আস্তরন।
শুধু আমার ঘরটি ফিরিয়ে দে,
ফিরিয়ে দে, ফিরিয়ে দে।


৯জানুয়ারি ২০১৬

বন্ধু আমার অনেক দূরে

বন্ধু আমার অনেক দূরে,
চাপা কথা কয়,
মন বাড়ালে মনের খবর,
একটু খানি লয়।
ছোট ছোট ভাঙগা তালে,
বন্ধু আমার নানান ছলে,
ভালবাসার মালা ছেড়ে,
ভুলে যেতে কয়।।


বদনে তার সরূপ হাসে,
চাঁদ-সুরুজের মতই হাসে,
সুপ্ত আশার ভালবাসা
মনের মাঝেই রয়।।

ভাবনা জুড়ে তারই ছবি,
তার আশাতেই কর্ম সবই,
কালো চোখের পলক যেন
আমার জীবন হয়।।

৯ জানুয়ারি ২০১৬, টঙ্গী, গাজীপুর।

কচ্ছপ

চারটি পায়ে টুকুর টুকুর,
হাটতে থাকে সকাল দুপুর,
জলে-স্থলে বন-বাদারে,
হঠাৎ হঠাৎ চোখে পরে,
রোদ পোহাতে কাঠের গুরি,
মাঝ পুকুড়ে ডুবু তরী।

ঘাড়ে মাথায় একটু খানি,
একটু এনেই টানাটানি,
শক্ত পিঠে ইটের কনা,
দুষ্টু ছেলের দুষ্টু'পনা।

১০ জানুয়ারি ২০১৬