আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

হুজুগে রোগ



বুদ্ধি-সুদ্ধি লোপ পেয়েছে দেখছি সবার
কারো কিছু নাইকো সময় ভেবে দেখার
রব উঠেছে গায়েতে কুমির নাকি
আস্ত মানুষ খাচ্ছে গিলে দিয়ে ঝাকি
কে পায় কারে যে যার মত দিচ্ছে চালি
আদৌ সেথায় কুমির আছে, নাকি খালি
একটা বারও কেউ দেখেনা যাচাই করে
সবাই সবার পিছন পিছন দৌড়ে সরে
কেউ বলিলো হাসুর বাপে লোহা হাগে
অমনি কেহ আনতে গেলো আগে-ভাগে
আদৌ কেহ দেখলো না তা সত্য কি না
কান কথাতে কান দিলো সব হুজুগ মনা
এমন করেই যাচ্ছে রটে কত কিছু
আমরা কেহ না বুঝিয়াই নিচ্ছি পিছু
লাভ হবে না লোকসান তা না ভাবিয়া
হালের বলদ হাটছে দেখো ঘাড় নাচিয়া
যখন বুঝি পিছন হাটা হয়নি কো ঠিক
আছে কি গো বোকা ধরায় আমার অধিক
ততক্ষনে পিছন ফেরার হয়না সুযোগ
সবার মাঝে যাচ্ছে বয়ে হুজুগে রোগ

১৬/১১/২০১৫

তোমায় আমি আমার কাছে চাই



তোমার স্বপ্ন ছুঁতে আমি
তোমাকে চেয়েছি,
তোমার দুষ্টুমিতে ভরা
নয়ন দেখেছি,
তাই তোমায় আমি আমার কাছে চাই,
যাবে যদি একটু দাঁড়াও দু'জন মিলে যাই

জোৎস্না হয়ে পথ দেখাবে
ভাবছি আপন
আলুথালু তোমার কেশে
মনের বাঁধন
স্বপ্ন যেথা তুমি আমি ছুঁইবো কামনায়
তাই তোমায় আমি আমার কাছে চাই
যাবে যদি একটু দাঁড়াও দু'জন মিলে যাই

তুমি হবে নতুন জীবন
জীবনের খাতায়
তোমার নামে অরণ্যটাও
ডাকছে কাছে আয়
তোমার জন্য আমার আসন
তোমার জন্য
দিন দিবো না রাত দিবো
সে আমার স্বপ্ন
সত্যি সত্যি স্বপ্ন বাঁধি তোমারই আশায়
তাই তোমায় আমি আমার কাছে চাই
যাবে যদি একটু দাঁড়াও দু'জন মিলে যাই

১২/১১/২০১৫

সলিউশান



রাস্তার ধারে ফুটপাতে বসা নির্লিপ্ত যুবক
তার পাশে কালো যুবতীর বেখাপ্পা চোখ
পলিথিন হাতে যুবকের নিপুন কারুকাজ
সলিউশানের নেশা নেবে যুবতী আজ
রিক্সা, গাড়ির টায়ার সারানো সলিউশান
সভ্য ভাবা কেউ কি কখনো খান?
রোজ খায় যুবক যুবতী চোখে চোখ রেখে
সলিউশানে ভালবাসা ভালোলাগা দেখে
রাগের বদলে করুনার স্থান পায়
একদিন না পেলে যুবতী অন্যের সাথে চলে যায় 
টোকাই যুবতী যুবকের টানে, ধুর!
কাটাতে নেশার ঘোর
যুবকের কোলে ঢলে পরে বলে সলিউশান খাব তোর 
একবার খেয়ে সারা রাত পার  
তারা আজ কে-কার  
ঘুমের ভারে মশা মাছি কিবা মানুষের ঢল  
গাড়ি ঘোড়া আর যাই কিছু বলি সবই আজ সমতল 
প্রতিদিন খায় রাস্তার মোরে দু'জনে বসে  
মানুষের পরিবর্তন তবে জোড়া ঠিক আসে  
তারাও মানুষ আমাদেরই কারো আপন  
হয়তো চিনিনা, অচেনা আপন জন 
বেঁচে থাকার শক্ত তাগিদ তারাই বুঝে  
বেঁচে থাকার সলিউশান তারাই খুজে 

১১/১১/২০১৫

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

ভালোয়ার



আমি ভালো জগৎ ভালো
পূব আকাশের তারা ভালো
মিষ্টি রোদের হাসি ভালো
আমার কাছে তুমি ভালো

মেঘের গায়ের উর্না ভালো
জোৎস্না রাতের চাঁদটা ভালো
সাগর তীরের জোয়ার ভালো
তোমার মুখের ভাষা ভালো

চাল কুমড়ার মোর'বা ভালো
কবুতরের মাংশ ভালো
সরষে ইলিশ খেতে ভালো
তোমার দু'ঠোট আরো ভালো

ধানের খেতের ঢেউটা ভালো
নীল সাগরের ঢেউটা ভালো
ঘুরির লেজের ঢেউটা ভালো
তোমার চুলের দোলন ভালো

তৃষ্ণা পেলে পানি ভালো
রোগ সাড়াতে ঔষধ ভালো
পুকুরেতে গোসল ভালো
তোমার বুকে ঘুমান ভালো

হাসনাহেনার গন্ধ ভালো
বকুল ফুলের গন্ধ ভালো
বেলি ফুলের খোপা ভালো
তোমার বুকের গন্ধ ভালো

ঝুম বরষার শব্দ ভালো
কোকিলের কন্ঠ ভালো
ময়ূরের পেখম ভালো
তোমার চলন আরো ভালো

তুমি ভালো অনেক ভালো
কালো চোখের দৃষ্টি ভালো
কালো জামের গালও ভালো
সবটুকুতেই আমার ভালো

আমার কাছে তুমি ভালো
তোমার সকল কর্ম ভলো
তোমার আমার সঙ্গ ভালো
ভালবাসার এইতো ভালো

তুমি আমার বন্ধু ভালো
তোমার ভালই আমার ভালো
বকা খাওয়া সেও ভালো
কারন তুমি শুধুই ভালো

০৯/১১/২০১৫