আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

মায়া স্পন্দন


যে নারীর নীরব চলা নীল পরীদের সাথে
সে নারীর শুভ্র চলার সাহস কি হয় প্রাতে।
সে তো রোজ গভীর রাতে রবির আলো ধরে
ময়না, টিয়া, শালিক সেজে সখের পীরিত করে।
তারে আজ কোন ছলনার, কোন বাসনার তরে
শুভ্র মেঘের ভেলাতে রোজ রূপ দর্শন করে।
কি এতই নম্র নিচু, উচু পাহাড় বেয়ে
পাখিরা রোজ আদার খোঁজে সেই পাহাড়ে গিয়ে।

সে তো রোজ যাত্রী সেজে জাহাজ কেবিন খায়
কখনো বা পাত্রী সেজে পুষ্প দোলা পায়।

ধীরে রোজ হচ্ছে ছায়া, মায়ার বাধন ছেড়ে
তারে আজ মনে পড়ে, অনেক মনে পড়ে।
নারী থেকে পরী হলো পাখনা এলো গায়
কবির মনের খোড়াক হলো মিছে দুনিয়ায়।