আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ২৫ জুলাই, ২০১১

পশ্চিমে হেলেছে দেশ

বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি
চলছে ধীরে উন্নতি সব মরে গেছে সুনীতি।
সাপ লুডুতে বান্ধা জীবন অন্ধ সবার চক্ষু তাই
ভাল-মন্দ বিচার করার এই দেশেতে মানুষ নাই।
এই দেশেতে মানু আছে কর্ম যাদের শয়তানি
সুযোগ পেলে তারাই আবার সেজে বসেন রাজ-রানী।
দেখলে তাদের যায়না চিনা মুখুশধারী জানোয়ার
নিজের মত আইন বানিয়ে করছে দেশে অত্যাচার।

খুনের বিচার পায়না মানুষ, খুনীর মুখে হাসির রেশ
খুন করিয়া, খুনের খাতায় নাম লেখানোর দিন যে শেষ।
খুন করিলে মুক্তি মিলে, মুক্তি দাতার দয়ার কায়
মুক্তি দাতা বিড়াল পোষেন, বাঘেরে যে ভয় দেখায়।
টাকার সাথে নীতি ঘুরে, দুর্নীতিটা ফরমালিন
নিজের সাথে অন্যকেও রাখছে তাজা প্রতিদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন