আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

বন্য শুয়োরে ছেয়ে গেছে এ দেশ।

এই আমার দেশ,
যে দেশে বুনেছিল শান্তির এক সোনালি সোপান।
যে দেশের সবুজ ঘাসে মুক্তার রেখা মন ছুয়ে যায়।
যেখানে রয়েছে লাখ শহীদের নির্মূল নিদর্শন।
সেই দেশ আজ মুমূর্ষু অবস্থায়।
কষ্টের নীলাভ যেন এ দেশের পরতে পরতে।
কতগুলো বন্য শুয়র এই দেশের সমৃদ্ধিকে পেটে পুরানোর চেষ্টা করছে।
তারা কুড়ে কুড়ে খাচ্ছে এ দেশের সোনালী ফসল।
তাদের অত্যাচারে অতিষ্ঠ দেশের সাধারন মানুষ।
এই শুয়র গুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।
এদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে।
তারা আজ দেশের শান্তিকে বিনষ্ট করেছে।
তাদের জ্বালায় মানুষ আজ ঘর থেকে ভরসা নিয়ে বের হতে পারছে না।
খুন, রাহাজানি আজ লেগেই আছে।
তারা এ দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে।
তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
দেশের আপামর জনতার জেগে উঠার সময় হয়েছে।
জেগে উঠো বাঙ্গালী এই শুয়োরদের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন