আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

মায়া বসন্ত

এই বসন্তে,
যে পাখি মেঘের আড়াল দিয়ে উড়ে যায় দূর-বহুদূর
সে কি জানে?
এই মায়াবী বসন্ত তার ডানা ছুঁয়ে যায় অবিরাম।
নীল আকাশে ভেসে যায় সাদা মেঘের ভেলা।
যেন মনে হয়,
বা হাত দিয়ে ওড়না উড়িয়ে চলে যায় কোন রূপসী।
যে মেঘের ভাঁজে লুকিয়ে আছে কবির অনুরাগ
সে মায়ার টানে,
কবি আজ পথে নেমেছে মেঘ ছোঁয়ার কল্পনায়।
কৃষ্ঞচূড়ার রক্তিম আভা পথে পথে মাখে রূপ,
যেন বলে সে,
ওগো কবি তুমি দেখো মোর উচ্ছল আনন্দ
আমি আজ সেজেছি আমার রূপ লাবন্য দিয়ে,
প্রকৃতির সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমি এসেছি আবার,
হে কবি তুমি দেখ চেয়ে,
কি সুন্দর সাজ আজ এ ধরায়.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন