আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

শনিবার, ২ জুলাই, ২০১৬

প্লীজ

সেই রাতে পূর্ণিমা ছিল না
গুমুটভাব ছিল আকাশে
খুব ক্লান্ত শরীর আমার।
সারাদিন মেজাজ বিগড়ে যাওয়া হাড়খাটুনি।
কাপড় ছেড়ে যখন বিছানায়
খুব একা লাগল নিজেকে
মনে পড়ল তোমার কথা
কাঁপা ঠোটে বললাম 'ভালবাসি'
হাসিমাখা ঠোটে ফিরিয়ে দিলে
নিঃসঙ্গ জীবনে সঙ্গী হলে না
পূর্ণিমা এল না আর
মনের গুমুট ভাবটা এখনো কাটেনি
এখনো ভাবি তোমার হাস্যোজ্জল ঠোট -
কত স্বচ্ছ!
কত স্পষ্ট উচ্চারনে বলে ফিরানোর কথা!
দ্বিতীয়বার শোনার দরকার নেই
শুধু স্পষ্ট উচ্চারনটা শুনতে ইচ্ছে করে
স্পষ্ট উচ্চারনটা শিখানোর জন্যওকি আমার সঙ্গী হবে না
আচ্ছা, তোমার কি সব সময়ই পূর্ণিমা?
কখনও যদি গুমুট ভাব আসে
মনের অজান্তেই ভেব আমায়।
আমি দেখা করবো গভীর রাতে
জড়িয়ে ধরে বলবো 'ভালবাসি'
অনেক 'ভালবাসি' তোমায়।
আমার পূর্ণিমা তোমার জন্যে।
আমার গুমুটভাব দূর করে দাও।
আমি মুখ থুবড়ে পড়ে থাকবো তোমার বুকে।

৩০-০৬-২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন