আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

ব্যাস্ত স্ংসার



উড়াল সড়কের নিচে তাদের ব্যাস্ত সংসার
ছোট্ট শিশুটি মায়ের বুকে দাপাদাপি করছে
খঞ্জনি হাতে বাবার সারা দিন রাত পার
ব্যাস্ত সড়কের দুই পাশে গাড়ি গুলো ছুটছে।
খোলা আকাশটাই যেন তাদের বিশাল ছাউনী
সাথে একটি কুকুর আর দুটি ছাগল ছানা
চিন্তার বলি রেখা আজো তাদের স্পর্শ করেনি
এ সব কিছুই তাদের বেঁচে থাকার প্রেরনা।
কালো আর লাল পিপড়ারা পায়ের সাথে ঘুরে
যেন বলে বেড়ায় আজ উভয়ের একই মর্যাদা
ফেলে দেয়া খাবার গুলোই আসে দু’জনের ঘরে
গাড়ির কালো ধোঁয়া তাদের উষ্ণ  পরিধা।
মশক বাহিনীর উৎপাত চলে সারা দিন রাত
স্যাৎস্যাতে কাঁথা গুলো ছারপোকার শান্ত নিবাস
জটলা চুলে উঁকুনের নিবাসে চলে নখের আঘাত
তবুও তারা একে-অন্যের, এক সাথে বসবাস।

১৬.০৮.২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন