আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

মিষ্টি কলিগ



হাটছে রোজ চতুর্পাশ সাতে পাচঁ দিন,
দেখছি তার ডাগর চোখ ডর-ভয় হীন,
সারাদিন যায়, বস ফাঁকি খায়,
চোখাচোখি চলে হরদম,
ভাষা খুঁজেছি, আমি বুঝেছি,
এর বেশি পেতে সাধ কম,
সে আমার মিষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।


ঠোটে হাসি খুব তার ভাল ট্রেডমার্ক,
খোচা থেকে দূরে থাকি হাসি টুকু থাক,
এমনিতে রোজ তার নেই শুধু খোঁজ,
বাড়াবাড়ি হলে হবে যম,
ঝোপ বুঝে তাই, তার চোখ পানে চাই,
ধরা খেলে কপালেতে বোম,
সে আমার মি্ষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।

সারাদিন খুব কম কথা তার মুখে,
টুকটাক যাই হয় চোখে চোখ রেখে,
বুদ্ধিতে গুড, তাই ধরে থাকে মুড,
কিছুতেই নয় সে অধম,
কত নানা ছলে তাকে কত কিছু বলে,
তবু সে পায় না শরম,
সে আমার মিষ্টি কলিগ,
তার লাজুক মাখা দু’কদম।

১৮.০৮.২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন