আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

হুজুগে রোগ



বুদ্ধি-সুদ্ধি লোপ পেয়েছে দেখছি সবার
কারো কিছু নাইকো সময় ভেবে দেখার
রব উঠেছে গায়েতে কুমির নাকি
আস্ত মানুষ খাচ্ছে গিলে দিয়ে ঝাকি
কে পায় কারে যে যার মত দিচ্ছে চালি
আদৌ সেথায় কুমির আছে, নাকি খালি
একটা বারও কেউ দেখেনা যাচাই করে
সবাই সবার পিছন পিছন দৌড়ে সরে
কেউ বলিলো হাসুর বাপে লোহা হাগে
অমনি কেহ আনতে গেলো আগে-ভাগে
আদৌ কেহ দেখলো না তা সত্য কি না
কান কথাতে কান দিলো সব হুজুগ মনা
এমন করেই যাচ্ছে রটে কত কিছু
আমরা কেহ না বুঝিয়াই নিচ্ছি পিছু
লাভ হবে না লোকসান তা না ভাবিয়া
হালের বলদ হাটছে দেখো ঘাড় নাচিয়া
যখন বুঝি পিছন হাটা হয়নি কো ঠিক
আছে কি গো বোকা ধরায় আমার অধিক
ততক্ষনে পিছন ফেরার হয়না সুযোগ
সবার মাঝে যাচ্ছে বয়ে হুজুগে রোগ

১৬/১১/২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন