আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

সলিউশান



রাস্তার ধারে ফুটপাতে বসা নির্লিপ্ত যুবক
তার পাশে কালো যুবতীর বেখাপ্পা চোখ
পলিথিন হাতে যুবকের নিপুন কারুকাজ
সলিউশানের নেশা নেবে যুবতী আজ
রিক্সা, গাড়ির টায়ার সারানো সলিউশান
সভ্য ভাবা কেউ কি কখনো খান?
রোজ খায় যুবক যুবতী চোখে চোখ রেখে
সলিউশানে ভালবাসা ভালোলাগা দেখে
রাগের বদলে করুনার স্থান পায়
একদিন না পেলে যুবতী অন্যের সাথে চলে যায় 
টোকাই যুবতী যুবকের টানে, ধুর!
কাটাতে নেশার ঘোর
যুবকের কোলে ঢলে পরে বলে সলিউশান খাব তোর 
একবার খেয়ে সারা রাত পার  
তারা আজ কে-কার  
ঘুমের ভারে মশা মাছি কিবা মানুষের ঢল  
গাড়ি ঘোড়া আর যাই কিছু বলি সবই আজ সমতল 
প্রতিদিন খায় রাস্তার মোরে দু'জনে বসে  
মানুষের পরিবর্তন তবে জোড়া ঠিক আসে  
তারাও মানুষ আমাদেরই কারো আপন  
হয়তো চিনিনা, অচেনা আপন জন 
বেঁচে থাকার শক্ত তাগিদ তারাই বুঝে  
বেঁচে থাকার সলিউশান তারাই খুজে 

১১/১১/২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন