আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

তেজপাতা



শুকনা পাতা উচুর-মুচুর মর্মরাইয়া শব্দ করে  
শুকনা পাতা ফুসলিয়েদেয় উচুঁ শিখায় আগুনেরে  
শুকনা পাতায় বিছনা পাতায় আরাম আনে ঘুমের ঘরে 
শুকনা পাতায় ছাউনী টানায় পূর্নতা দেয় ঘরখানারে 
তেজপাতাও শুকনা পাতা মর্মরাইয়া হয় না ধ্বনি 
তেজপাতারা তেজের ভাড়েই অনলে নয় সঞ্জিবনী  
তেজপাতারা বিছনা পাতায় দেয় না আরাম ঘুমপাড়ানি 
তেজপাতারা ছাউনী পাতায় অচল অধিক শতখানি  
একটা গুনেই তেজপাতারা হয় না শামিল এক কাতারে 
নিজের গুনে গুনান্বিত তেজপাতারা পাকের ঘরে 
তেজপাতারা ঘ্রান বিলিয়ে খাবারে দেয় স্বাদের বাহার  
গুনে গুনে তেজপাতারা কদর শুনে হাজার হাজার
*********
তেজপাতারা কোথায় তোরা শুনে যারে বাস্তবতা 
 ঘ্রানের ঝাপি খুলতে হলে আনতে হবে শুকনা পাতা 
 শুকনা পাতার অনলে তুই সিদ্ধ হবি জলের সাথে  
তবেইনারে ঘ্রান বিলাবি স্বাদ আনিতে খাবারেতে  

২৬ জানুয়ারি ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন