আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ৬ জুলাই, ২০১১

আত্মসমালোচনা-২

কেউ আমাকে বোকা বলে কেউ বা বলে বেয়াকুব
কেউ বা আবার আলতো করে বলে আমি চালাক খুব।
কেউ আমাকে ইর্ষা করে ছেচড়া বলে গালি দেয়
কেউ বা আবার পাগল বলে হাসতে হাসতে চলে যায়।
কেউ আমাকে ফাজিল বলে মাথার উপর চড় মারে
কেউ বা আবার মিষ্টি করে দুষ্ট বলে মনকাড়ে।
পোংটা বলে, চিমকা বলে, সরল বলে কতকজন
আমিযে কে, কিই বা চাওয়া, জানে শুধু আমার মন।
সত্য আমি, মুক্ত আমি, দৃঢ় আমার মনোবল
চাইনা আমি আমার মাঝে জেকে বসুক খারাপ ছল।
এই জীবনের লীলা খেলা থাকবে নাকো আজীবন
আর কত কাল থাকবো মেতে এই খেলাতে বলরে মন।
যারা আমায় ভালবাসে, তারাই তো ভাই খারাপ কয়
আমার খারাপ যে না বুঝে সে তো আমার বন্ধু নয়।
আমি পাপী, চরম পাপী, পাপটা আমার অহংকার
পাপের বোঝা মাথায় নিয়েই কাটছে জীবন চমৎকার।
মন্দ গালি মন্দ হয়েই থাকবে ধরায় অবিকল
থাকবো না তো আমিরে ভাই তাকবে আমার কর্মফল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন