আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

ভৌতিক ল্যাম্বপোস্ট

ঠিক মাঝখানে দাঁড়িয়ে
যখন পূর্বাকাশে চাঁদ
একটু নিচু হয়ে আড়াল হয়েছে গাছের মাথায়।
সামনে জলাধার
তারপরে তিনটি নারকেল গাছ এক সাড়িতে
যেন তিনটি ছায়া মূর্তি।
তাদের অবয়ব প্রতিচ্ছবি জলের গায়ে।
শুধু নিজেকে দেখতে পাই না আর।
হঠাৎ জলে ডালপড়া শব্দ মনে ভয় ধরিয়ে দিল।
মনে হল সাপ থেকে মাছের বাঁচার যুদ্ধ।
ডালপড়ার ঢেউ ধীরে ধীরে প্রতিচ্ছবি ছুঁলো
সোজা দাঁড়িয়ে থাকা প্রতিচ্ছবিগুলো ঢুলতে লাগলো
আর ডাকতে থাকল আপন মনে।
আসো, আসো তুমি
এক সাড়িতে দাঁড়াই
শুশৃঙ্খল ভাবে দাঁড়াই
এক সাড়িতে নাচি ঢেউয়ের তালে
তুমি ঐপাড়ে একা নাচছো।
হয় না,
এপাড়ে আসো জোড়া মিলাই।
তুমি আসবে বলে সেই সন্ধ্যা থেকে চাঁদ মাথায় করে দাঁড়িয়ে।
একটুও নড়তে দেইনি অন্ধকারের ভয়ে।

ঝপ করে শব্দ হলো
ভয়ে আৎকে উঠলাম
পানি থেকে উঠে আসছে সাপ।
মস্তবড় সাপ আমায় গিলে খেতে চায়।
আমি এক পা দু'পা করে পিছনে এসেই দৌড়।
সোজা বাসার গেটে।
পিছন ফিরে দেখি আড়াল করা চাঁদটা
ল্যাম্বপোস্ট।
১৬-১০-২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন