আমার সম্পর্কে

আমার ফটো
Bangladesh
M.A. in English Literature under National University. My Home District in Comilla.

সোমবার, ২০ জুন, ২০১৬

বালুর আঘাত

আমার এলোমেলো দাঁড়ানো চুল
যেন, আমি যেন নই অনুকূল।
যেন বাবুই পাখির সদ্য নিয়ে আসা খরকুটো।
বাসা বানাবে, থাকবে ছোট্ট একটা ফুটো।
যাকে আমরা সচরাচর দরজা বলি।
আমাকে জিজ্ঞেস করলে হেসে বলি
বৈশাখী ঝরের তীব্র আঘাতে তারা নাস্তানাবুদ।
তাদের প্রটেক্ট করার জন্য আপ্রাণ চেষ্টা।
সে কি চেষ্টা!
হাত থেকে শুরু করে পাতলা পলিথিন
কোনও কিছুই অবশিষ্ট থাকলো না।
অবশেষে একটা একচালা ঘরে আশ্রয়।
সেখানে কালো মতন বোরখা পড়া এক সুন্দরী মহিলা বসে।
আমি বৃষ্টি থামার অপেক্ষায় পাশের চেয়ারে।
মাথায় আমার বালুর পাহাড়।
কি করার আছে আর।
শেষমেষ বালুই খেল চুলের সৌন্দর্য।


০২-০৪-২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন